মহাকালের আবর্তে হারিয়ে গেল ২০২২ সাল। শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর ২০২৩। মধ্যরাতে বিশ্বের সঙ্গে বাংলাদেশও নতুন আশা নিয়ে বরণ করেছে ২০২৩ সালকে। নববর্ষ মানেই সবার প্রাণে নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা; বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে আরো এগিয়ে যাওয়া।
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় অনলাইন আটলান্টিক সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আকবর হোসাইন। তিনি বলেন, সারা বিশ্বের মানুষ ভালো মন্দ কিছু স্মৃতি নিয়ে বিদায় জানিয়েছে ২০২২ সালকে। সকলেই মনে কিছু নিউ ইয়ার রেজোলিউশন নিয়ে একটি ঊজ্জ্বল ও রোগমুক্ত ভবিষ্যৎ এর কমনা করছে। বছরের এই শুভ নব মুহূর্তে আমাদের কামনা রইলো যে আপনাদের সকলের ২০২৩ সাল সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং সাফল্যে ভরপুর থাকুক।