আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিটি জনগনই এক একজন বাংলাদেশের প্রতিনিধি অথবা দূত। এই মনমানসিকতা নিয়ে বাংলাদেশীদেরকে কাজ চালিয়ে যেতে হবে। দেশের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ আজ ৮ অক্টোবর, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর নেতৃবৃন্দ আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউ স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ক্রিস্টিয়ান বোর সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। আলোচনার বিষয়বস্তু ছিল স্কুলের করিডোরে পৃথিবীর অন্যান্য দেশের পতাকার পাশাপাশি বাংলাদেশের পতাকা প্রদর্শন । বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর এক বছর পূর্তি উপলক্ষ্যে দেশের প্রতি সন্মান দেখানোর জন্য আজকের দিনটিকে আলোচনা সভার জন্য নির্ধারন করা হয়।
আটলান্টিক সিটিতে প্রায় ৩-৪ সহস্রাধিক বাংলাদেশী বসবাস করছেন । সিটির ফ্লোরিডা, টেক্সাস এবং ক্যালিফোনিয়া এভিনিউতে অধিকাংশ বাংলাদেশীর বসবাস এবং এই স্কুলে ছাত্র হিসাবে রয়েছে শতাধিক বাংলাদেশী পরিবারের ছেলেমেয়ে। অবিশ্বাস্য হলেও সত্যি স্কুলে পৃথিবীর বিভিন্ন দেশের পতাকা উড়লেও ছিলনা বাংলাদেশের কোন পতাকা।গত মাসে বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর সাংগাঠনিক সম্পাদক এবং আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী ইসলাম লিটন স্কুল থেকে তার সন্তানকে পিকআপ করতে গেলে বাংলাদেশের পতাকা না দেখায় বিষয়টি তাকে গভীরভাবে ব্যথিত করে। তাৎক্ষনিকভাবে তিনি স্কুলের প্রিন্সিপ্যাল এবং ভাইস প্রিন্সিপ্যালকে অবগত করেন। স্কুল কতৃপক্ষের সার্বিক সহযোগিতায় আজ থেকে বাংলাদেশের পতাকাও স্কুলের করিডোরে প্রদর্শিত হবে। ক্ষুদ্র এই কাজটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রানের জন্মভূমির প্রতি বাংলাদেশীদের অকৃ্ত্রিম ভালবাসার বহিঃপ্রকাশ ঘটেছে।
এদিকে গত ৭ই অক্টোবর সোমবার আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউস্থ প্লে-গ্রাইন্ডে বর্নবাদী হামলার শিকার হন বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর সহ-সভাপতি ফারুক তালুকদারের ছেলে ফাইরাজ তালুকদার। হামলাকারী তিনজনই আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউ স্কুলের শিক্ষার্থী। ফাইরাজ তালুকদারের উপর হামলার ব্যাপারে আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউ স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ক্রিস্টিয়ান বোর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি জানান এই ব্যাপারে আজ স্কুল কতৃপক্ষের জরুরী সভা আহবান করা হয়েছে ।স্কুল কতৃপক্ষ প্রশাসনের সহযোগিতায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন । এছাড়াও বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুবিদা অসুবিদা নিয়ে শ্রীঘ্রই স্কুল কতৃপক্ষের সাথে মতবিনিময় সভা আয়োজনের প্রস্তাব দেন বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর নেতৃবৃন্দ।
এদিকে বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর এক বছর পূর্তি উপলক্ষ্যে কমিটির সকলকে উপস্থিত থকার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর নেতৃবৃন্দ।