আটলান্টিকসংবাদ ডেস্ক:গত ৯ই আগষ্ঠ,২০২৪ সোমবার যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের গ্লাসব্যুরো সিটির পিকিং বাফেট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হল আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কেবিনেটের প্রথম সভা । ক্লাবের সভাপতি লায়ন আকবর হোসাইনের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক লায়ন কাজী ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় লায়ন্স ক্লাবের সদস্য এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন লায়ন কনক রাউথ,লায়ন মোজাহের আলী,লায়ন আবু জাফর ভূঁইয়া, লায়ন জাকিয়া তানিয়া,লায়ন মোহাম্মদ হোসাইন জনি, লায়ন তেরেসা হোসাইন, লায়ন শ্রী পিন্টু রয় লায়ন জয়া রয়, লায়ন, নিবেদিতা রাউথ, লায়ন সেলিম আলম, এবং মনোয়ারা হোসেন। অনুষ্ঠানে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আইটি ইঞ্জিনিয়ার এবং প্রশিক্ষক মীর হোসাইন এবং সাবেক লিও সদস্য আজিজ উল্লাহ। অনুষ্ঠানে ট্রজারার লায়ন জহিরুল ইসলাম বাবুলের অনুপস্থিতিতে ক্লাবের আর্থিক রির্পোট পেশ করেন ভাইস প্রেসিডেন্ট লায়ন শ্রী পিন্টু রয়।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি লায়ন আকবর হোসাইন এবং সাধারন সম্পাদক লায়ন কাজী ইসলাম আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের আগামী নভেম্বর মাসের ১২ তারিখে অনুষ্ঠিতব্য ২০২৪-২০২৫ সালের নতুন কেবিনেটের ইন্সটালেশন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। সভায়
লায়ন সদস্যবৃন্দ ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের সদস্যপদ ফি পরিশোধ করেন। ক্লাবের সাধারন সম্পাদক লায়ন কাজী ইসলাম লিটন আগামী ছয় মাসের জন্য যে সকল সামাজিক প্রোগামের কার্যক্রম গ্রহন করা হয়েছে তা উপস্থিত সদস্যদেরকে অবহিত করেন । এদিকে ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধির ব্যাপারে ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইন জানান ক্লাবের কেবিনেট সদস্য এবং লায়ন সদস্যদের সর্বসন্মতিক্রমে চারজন নতুন সদস্য এবং তাদের সহধর্মীনীদেরকে সদস্য করার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ।
অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ২০২৪-২০২৫ সালের নতুন কেবিনেটের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেন নব-নির্বাচিত সাধারন সম্পাদক লায়ন কাজী ইসলাম লিটন। নতুন কেবিনেটের সভাপতি লায়ন আকবর হোসাইন, আইপিপি লায়ন কনক রাউথ, ক্লাব সাধারন সম্পাদক লায়ন কাজী ইসলাম লিটন,কোষাধক্ষ্য লায়ন জহিরুল ইসলাম বাবুল, যুগ্ন- কোষাধক্ষ্য লায়ন জয়া রয়, যুগ্ন সাধারন সম্পাদক লায়ন মোজাহের আলী,সহ-সভাপতি লায়ন আবদুর রফিক, সহ-সভাপতি শ্রী পিন্টু রয়,সাইট চেয়ার পারসন লায়ন রহমান বাবুল, মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ফারুক তালুকদার,, লায়ন টেমার লায়ন নিবেদিতা রাউথ, টেইল টুইস্টার লায়ন ইসরাত জাহান, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হোসাইন জনি, সার্ভিস চেয়ারপারসন লায়ন তানিম রহমান,ডাইরেক্টর লায়ন সাঈদ রামিম, লায়ন জাফর ভূইয়া, লায়ন সেলিম জোয়ারদার, লায়ন সেলিম আলম ,লায়ন সালমা ভূইয়া, এবং মনোয়ারা হোসেন। ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।