আটলান্টিসংবাদ ডেস্ক: গত ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ২০২৪ আটলান্টিক সিটির স্থানীয় একটি রেষ্টুরেন্টের বলরুমে যুক্তরাষ্টের নিউজার্সী অঙ্গরাজ্যের গভর্ণর পদের সম্ভাব্য প্রার্থী জ্যাক চিকারিলি আটলান্টিক সিটির বাংলাদেশীসহ এশিয়ান কমিউনিটির সাথে এক মতবিনিময় সভা মিলিত হন।
মতবিনিময় সভার প্রধান উদ্যেক্তা ছিলেন আটলান্টিক সিটির স্বনামধন্য ব্যবসায়ী এব ওশেন বডি ওয়েলের স্বর্তাধিকারী সালেহ আহমেদ লিটন। রাত সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বৈঠকে বাংলাদেশীসহ এশিয়ান কমিউনিটির উদ্দেশ্যে তিনি বলেন নিউজার্সীকে বিভিন্ন জাতি গোষ্ঠির জন্য একটি বসবাসযোগ্য অঙ্গরাজ্য হিসাবে গড়ে তোলাই হবে তার প্রথম কাজ।
জ্যাক চিকারিলি বলেন আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে আটলান্টিক সিটিকে নতুন আঙ্গিকে সাজানো হবে। আটলান্টিক সিটিতে বর্তমান প্রশাসনের অধীনে ব্যবসা বানিজ্য পরিচালনা কতটুকু কষ্ঠসাধ্য সে ব্যাপারে আমি সম্পূন্নরূপে অবগত।
ব্যবসা এবং টুরিষ্ট বান্ধব সিটি হিসাবে গড়ে তোলার জন্য তার বিভিন্ন পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন আমার বাবা-মা এবং ভাই বোনেরা বিভিন্ন রকম ব্যবসা বানিজ্যের সাথে জড়িত ছিল এবং এখনও পর্যন্ত জড়িত আছে।
তারা নিজেরা ব্যবসা বানিজ্যের পাশাপাশি শতাধিক লোকের কর্ম সংস্থান তৈরী করেছেন । আমি চাই নিউজার্সিতে বসবাসরত প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে।
জ্যাক চিকারিলি বলেন ক্যাসিনো থেকে আয়কৃত অর্থ ষ্টেটের অন্যান্য সিটির উন্নয়নে ব্যয় করা হয় যা অগ্রহনযোগ্য। তিনি বলেন আগামীতে ক্যাসিনো থেকে আয়কৃত অর্থ আটলান্টিক সিটির উন্নয়নে ব্যয় করা হবে।