টিকিট কেটে প্রথম মেট্রোরেল ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উত্তরা দিয়াবাড়ি থেকে মেট্রোরেলে চড়ে রাজধানীর আগারগাঁও স্টেশনে নামেন প্রধানমন্ত্রী। এর পর হাততালি দিয়ে জনগণকে অভিনন্দন জানান।
বুধবার প্রধানমন্ত্রীকে বহনকারী কোচটি আগারগাঁও স্টেশনে পৌঁছলে বেলা ২টা ১৫ মিনিটে। ২টা ১৬ মিনিটে সিঁড়ি দিয়ে নেমে আসেন তিনি। এরপর উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের হাত নেড়ে স্বাগত জানান।
এসময় আগারগাঁও স্টেশন এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়।
প্রায় দেড় মিনিট প্রধানমন্ত্রী সেখানে দাঁড়িয়ে থাকার পর গাড়িতে ওঠেন। ২টা ১৮ মিনিটে তাকে বহনকারী গাড়ি আগারগাঁও ছেড়ে যায়। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও দলের সিনিয়র নেতারা উপস্থিতি ছিলেন।
চালক মরিয়ম আফিজা মেট্রোরেলকে চালিয়ে নিয়ে আসেন আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারের পথ।
এর আগে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন।