1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির সামার ইভেন্টের সফল সমাপ্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭২৭ Views

আটলান্টিকসংবাদ ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির নিকটবর্তী এবসিকন সিটির ট্রাভেলজ হোটেলের হলরুমে বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউ জার্সির উদ্যোগে আমেরিকার মূলধারার রাজনীতিবিদদেরকে নিয়ে অনুষ্ঠিত “বাৎসরিক সামার ইভেন্ট”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সঞ্চালনায়  ছিলেন সাধারণ সম্পাদক সাঈদ দোহা।

২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির মেয়র নির্বাচন এবং তার সাথে নির্বাচন করার লক্ষ্যে তিনজন কাউন্সিল-এট-লারজ্ প্রার্থীর মধ্য থেকে বাংলাদেশী দুইজন প্রার্থী নির্ধারন করার জন্য বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির সদস্যবৃন্দ নিরলস কাজ করে যাচ্ছেন। মূলধারার রাজনৈতিক কর্মকান্ডকে সামনে রেখে অনুষ্ঠিত এই সামার ইভেন্ট ছিল খুবই গুরুত্বপূর্ন।

দীর্ঘদিন পরে হলেও মূলধারার সাথে কাজ করার সংস্কৃতি তৈরীর এই প্রচেষ্টার সাথে কয়েকজন উদ্দ্যমী বাংলাদেশী তাদের প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। যদিওবা এই প্রচেষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে চাটুকারিতায় এবং পদ-পদবী ভাগিয়ে নেওয়ার জন্য অভ্যস্ত কিছু ক্ষমতালিপ্সু মানুষের জন্য। সংগঠনের নেতৃবৃন্দ জানান এই ধরনের ক্ষমতালিপ্সু লোকজন শুধু মাত্র ক্ষমতার জন্য বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে এবং যখনই  বুঝতে পারে স্বল্পতম সময়ের মধ্যে বড় কোন পদ পাওয়া সম্ভব হবে না তখনিই হারিয়ে যায়।

বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির মূল লক্ষ্য এং উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের মূলধারার জন্য বাংলাদেশীদেরকে এগিয়ে নিতে সহযোগিতা করা। যা একদিন, একমাস অথবা এক বছরে সম্ভব নয়, কিন্তু ভবিষ্যত প্রজন্মের জন্য কোন ব্যক্তি বা সংগঠনকে অবশ্যই কাজ করে যেতে হবে।

সংগঠনের নেতৃবৃন্দ  বলেন সাউথজার্সীর রাজনীতির সাথে বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির প্রচুর মিল রয়েছে। এখানেও এই জগদ্বল পাথর অথবা গুনে ধরা রাজনীতি থেকে মুক্ত হওয়ার জন্য বৈষমী বিরোধী ছাত্র আন্দোলনের  মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন সংগঠিত হয়েছে তার জন্য প্রচেষ্ঠা চালিয়ে যেতে হবে। শুভবুদ্ধির উদয় হোক এটাই সবার কামনা। আমি না থাকলে কোন সংগঠনের অস্তিত বিলীন হয়ে যাবে এই মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে।

এইবারের বাৎসরিক সামার ইভেন্টের সবছেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল আটলান্টিক সিটির পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ১৭ জন পুলিশ অফিসারকে এশিয়ান আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির পক্ষ থেকে কমিউনিটিতে অবদান রাখার জন্য সন্মাননা প্রদান করা হয়। সন্মাননা প্রাপ্ত অফিসারবৃন্দ হলেন পুলিশ সাজেন্ট মোহাম্মদ কাইজার, অফিসার মোহাম্মদ মিয়াজী, অফিসার  সরোয়ার হোসেন, অফিসার সুমন মজুমদার, অফিসার তাহসিন হোসাইন, অফিসার আতিকুল ইসলাম,অফিসার দানেশ মোহাম্মদ, অফিসার সরফরাজ, অফিসার  সাঈদ শাহ্, অফিসার ওহাব মালিক, অফিসার আহমেদ ওয়াকার, অফিসার হুয়ান লি, অফিসার কুয়াং স্যাম,

অফিসার কেবিন ল্, অফিসার  ডেবিড বো, অফিসার  বিআ ফেম, অফিসার  ওয়েন ইউ এবং আটলান্টিক সিটি পুলিশ চীফ জেমস সারকোস। আটলান্টিক সিটির প্রথম বাংলাদেশী পুলিশ সাজেন্ট মোহাম্মদ কাইজার সন্মাননা প্রদানের জন্য বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এইবারই প্রথম আটলান্টিক সিটির পুলিশ অফিসারদেরকে সন্মান জানানো হল।অনুষ্ঠানে আটলান্টিক  সিটি পুলিশ প্রধান জেমস সারকোস উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারনে উপস্থিত থাকতে পারেননি।

গত ২৮ই আগষ্ঠ ২০২৪ বুধবার অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান আন্জুম জিয়া, আটলান্টিক কাউন্টির ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মাইক সোলায়মানসহ  বিভিন্ন কমিউনিটির  অন্যান্য নেতৃবৃন্দ।

ওবায়দুল্লাহ চৌধুরীর পবিত্র কুরআন থেকে তেলওয়াত এবং সজল চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর  বাংলাদেশী এবং আমেরিকান জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সহযোগীতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী ইসলাম লিটন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন বিপ্লব দাস, কাজী ইসলাম লিটন, সৈয়দ শহীদ,মোঃ শহীদুল্লাহ্, আব্দুল মুকিম, জিয়াউর রহমান,মোঃ হাসানসহ আরো অনেকে ,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হাসান বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক সাঈদ দোহা অনুষ্ঠানে আগত অতিথি এবং উপস্থিত সকলের সামনে নতুন এই সংগঠের মিশন এবং ভিশন তার বক্তব্যের মাধ্যমে  বিস্তারিতভাবে তুলে ধরেন বলেন আমাদের সংগঠনটির ভিত্তি হচ্ছে চারটি “ই”(E). এনগেইজ, এডুকেইট, এমপাওয়ার  এবং ইলেক্ট।এরপর অনুষ্ঠানের প্রধান অতিথী আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল বলেন আমি বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির “বার্ষিক সামার ইভেন্ট” অনুষ্টানে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। তিনি বলেন মার্টি স্মলের প্রশাসন সাউথ এশিয়ানদের ব্যাপারে খুবই সচেতন এবং  বিভিন্ন প্রকার সুযোগ সূবিধা প্রদান করে থাকে। তিনি বলেন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে ধীরে ধীরে তার প্রশাসন বাংলাদেশীদের সাথে শক্ত সম্পর্কের ভিত্তি তৈরী করেছে।

গেলওয়ে সিটির কাউন্সিলম্যান মোঃ ওমর নিউজার্সী কংগ্রেসম্যান জেফ বেন ড্রও পক্ষে সংগঠনের ছয়জন সদস্যের জন্য কংগ্রেশোনাল প্রক্লোমেশন  সন্মাননা স্বারক হস্তান্তর করেন  সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক সাঈদ দোহার এর কাছে । যা ছিল নবগঠিত বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সির  জন্য উল্লেখযোগ্য ঘটনা।প্রথম অনুষ্ঠানেই মেইন স্টীম রাজনীতিবিদদের পক্ষ থেকে সন্মাননা প্রদান সংগঠনের জন্য অনে বড় প্রাপ্তি। যা অন্যান্য সংগঠনের পেতে সময় লেগেছে এক যুগ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশনের সাধারন সম্পাদক মীর হোসেন হেভেন, আটলান্টিক সিটি লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক কাজী লিটন, আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহীন,জালালাবাদ এসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সফিকুল ইসলাম ,  আটলান্টিক সিটি মাচেনট এসোসিয়েশন সভাপতি আমির কাশমীরি, ট্যাক্স এডভাইজার রিয়জ রাজপুত এবং  গেলওয়ে সিটির কাউন্সিলম্যান মোঃ ওমর ছাড়াও কমিউনিটির  অন্যান্য   নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন বৃহত্তর নোয়াখালী সমিতি এবং বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির, সাধারণ সম্পাদক কাজল,আলহেরা মসজিদের সভাপতি ওবায়দুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম সোহাগ সহ স্থানীয় রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সিটির বিপুল সংখ্যক বাংলাদেশী আমেরিকান উপস্থিত ছিলেন।

এতে আগামী প্রজন্মের যুবকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো। সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছার তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন । নৈশ ভোজের মাধ্যমে সুন্দর এবং পরিচ্ছন্ন অনুষ্ঠানটির সফল পরিসমাপ্তি ঘটে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION