আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ২৪ আগষ্ট ২০২৪, শনিবার ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির উদ্যোগে “ব্যাক টু স্কুল প্রোগ্রাম” এর আয়োজন করা হয়।
ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রায় শতাধিক ছাত্র ছাত্রী এবং আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির অন্যান্য ছাএ-ছাএীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও স্কুল সামগ্রী বিতরণ করা হয়।২০২৪ – ২০২৫ শিক্ষাবর্ষের ছাএ-ছাএীরা এসব স্কুল সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন । এই আয়োজন প্রসংগে ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন বলেন ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদানই আমাদের মূল উদ্দ্যেশ্য।
উল্লেখ্য সাউথজার্সীর আটলান্টিক সিটিতে বসবাসরত কয়েক হাজার বাংলাদেশীদেরকে ইসলামিক শিক্ষা প্রদান এবং ইসলামিক মূল্যবোধ বজায় রেখে গড়ে তোলার জন্য ২০২৪ সালের জুন মাসে চালু করা হয় ১-১৫ বছরের ছেলে মেয়েদের জন্য শনি এবং রবিবার কোরআন শিক্ষা এবং ইসলামিক শিক্ষার ক্লাস।যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত ঈমাম তৌফিক আজিজের সার্বিক তত্ত্বাবধানে দুইজন মহিলা এবং তিনজন পুরুষ চারটি ক্লাস রুমের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রদান শুরু করেছেন। শিক্ষকবৃন্দ যুক্তরাষ্ট্রে পড়াশোনা করায় যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এবং বেড়ে উঠা ছেলে-মেয়েরা বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে শিক্ষা গ্রহন করছেন বলে জানান ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির শিক্ষা ব্যবস্থার অন্যতম সমন্বয়কারী মোবারক হোসেন, মোঃ নবী এবং মীর হোসাইন। তারা বলেন বর্তমানে বাংলাদেশী শিক্ষার্থীর ছেয়ে পৃথিবীর অন্যান্য দেশের শিক্ষার্থীর পরিমান অনেক বেশী। প্রতিদিনই কোমলমতি ছেলেমেয়েদেরকে শিক্ষা দেয়ার জন্য সাউথজার্সীতে বসবাসরত ইসলাম ধর্মে বিশ্বাসীরা এসে ভর্তির নিয়মাবলী জেনে নিচ্ছেন । ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির শিক্ষা ব্যবস্থার সমন্বয়ক, সন্মানিত শিক্ষকবৃন্দ এবং ইসলামিক সেনটারের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন, আবদুর রহিম এবং মাঈনুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা প্রতি মাসে পর্যালোচনা বৈঠকের মাধ্যমে কারিকুলাম প্রস্তুত করাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে কাজ করে যাচ্ছেন।
আটলান্টিক সিটির ১৬ নর্থ ফ্লোরিডা এভিনিউর ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির কনফারেন্স সেন্টারে ব্যাক টু স্কুল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।