আটলান্টিকসংবাদ ডেস্ক : গত ২১ আগষ্ট ,২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সির বনভোজন ২০২৪। নিউজার্সীর সাউথ জার্সিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহওম এই সংগঠনের সদস্যদেরকে ব্যস্ততম সময়ের মাঝে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহিদের নেতৃত্বে এই বনভোজন অনুষ্ঠিত হয় লেনেপী পার্কে মনোরম পরিবেশে।
সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহিদকে সহযোগিতা করেন ট্রাষ্টিবোর্ডের সদস্য আজিজুল ইসলাম ফেরদৌস,মুজিবুর রহমান শোয়েব, আবদুল হাকিম,সাঈদ দোহা, আবদুল মুনিম, পাপলু চৌধুরী, আশিক চৌধুরী, সোহেল আহমেদ, সবুর মিয়া,আবদুল হালিম খান, সুজেল আহমেদ, লোকমান হাকিম,আলী চৌধুরী তান্নু, মুহিবুর রহমান, নজরুল কবির,আবুল বাসার, সাদিক মিয়া,আবদুল হামিদ, সাঈদ দোহা, আবদুল কালাম, সায়েম হমেদ,রিপন মিয়া, মনসুর মিয়া,আখলাকুর রহমান, সৈয়দ নাহিয়ান হোসেন.আবদুল মুকিত আবদুল জামিল, আবদুস সোবহান,সৈয়দ রামীম, মনিরুজ্জান, ফখরুজ্জামান, শাহ আলম, সৈয়দ রুমেল, মারুফ চৌধুরী, হিমেল, মুনতাসির কালাম,ফাহাদ হোসেন, তাহসিন, লিপন, সোহেল, রাসেল, আক্তার হোসেন,সাইফুল সোহেল, মাসুম বাউল, সুজন আহমেদ এবং আল আমিন।
পিকনিক অনুষ্ঠানের আয়োজনে ছিল মুনসীয়ানা। এসোসিয়েশনের সকল সদস্য ছিলেন সুন্দরভাবে বনভোজন আয়োজনে সচেষ্ঠ। নিউজার্সীর আটলান্টিক সিটির নিকটবর্তী প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি লেনেপী পার্কে ছিল সকালের না্স্তার সমাহার। সিনিয়ার সদস্যরা সচেতন ছিলেন প্রত্যেক অতিথীর সকালের নাস্তার ব্যাপারে। নাস্তার পর্ব শেষ করে শুরু হয়
বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য ছিল সারাদিনব্যাপী আকর্ষনীয় খেলাধূলার আয়োজন।মহিলাদের জন্য জন্য মিউজিক্যাল আয়োজন ছিল উপভোগ্য। আগত অধিকাংশ মহিলা এবং মেয়েরা মিউজিক্যাল চেয়ারে অংশগ্রহন করেন। খাবার পরিবেশনের ফাঁকে ফাঁকে অতিথীদেরকে জিজ্ঞাস করতে দেখা যায় আর কিছু লাগবে কিনা।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আটলান্টক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব সভাপতি আকবর হোসাইন, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান. নিউজার্সী স্টেট বিএনপি সাউথের সভাপতি সৈয়দ মোঃ কাউছার, এসাল সভাপতি ফরুক হোসেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামাইনাই এসোসিয়েশন সাধারন সম্পাদক মীর সোসেন হেভেন ছাড়াও আরও অনেকে।
বনভোজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনে পিকনিক কমিটির ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ঠ সকলকে সম্পৃক্ত করা হয়।
বড় বাজেটের এই আয়োজনে অংশগ্রহনের জন্য জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহীদ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।