আটলান্টিকসংবাদ ডেস্ক: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল “বাংলাদেশ মেলা ২০২৪” ।সুষ্ঠ ব্যবস্থাপনা এবং পারষ্পরিক সন্মানবোধের মাধ্যমে ৫ হাজার মানুষের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগরের তীরবর্তী শহর আটলান্টিক সিটিতে এই জমজমাট “বাংলাদেশ মেলার আয়োজন সম্পন্ন করল বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। গত ১৪ই আগষ্ঠ,২০২৪ বিপুল পরিমান বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় প্রবাসী হাজারো মানুষের প্রানেরমেলা “বাংলাদেশ মেলা”।
বিকেল সাড়ে ছয়টায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাংলাদেশ মেলার প্রধান অতিথি হাজী আব্দুল কাদের মিয়া মেলা উদ্ভোধন করেন। প্রায় ৫-৬ হাজার বাংলাদেশীর এই মহামিলনে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়াম পরিনত হয়েছিল এক খন্ড বাংলাদেশে।
সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়তে থাকে মেলার ভীড়। উপস্থিত প্রবাসীদেরকে নির্মল আনন্দ দেওয়ার লক্ষ্যে প্রবাসী শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন আটলান্টিক সিটির জনপ্রিয় এবং এনটিভির ক্লোজআপ ওয়ান খ্যাত শিল্পী নিলাদ্রী চৌধুরী, জয়ন্ত সিনহা,আসিফ আনোয়ার। সংগীতানুষ্ঠান শুরু হয় বিকেল ৭টায়। স্থানীয় শিল্পীদের গানের তালে তালে পুরো ষ্টেডিয়ামস্থল ছিল মুখরিত।
মাগরিবের নামাজের বিরতির পর শুরু হয় ডেমোক্রেট এবং রিপাবলকান পার্টির যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের নেতৃবৃন্দের পরিচিতি পর্ব।যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিউজার্সী অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান জেফ ভেন ড্র, কাউন্সিলম্যান মোহাম্মদ উমর,এসেম্বলীম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক কাউন্টির ডেমোক্রটিক পার্টির চেয়ারম্যান মাইক সোলায়মান, , আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়াসহ ডেমোক্রেট এবং রিপাবলকান পার্টির যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীমের অন্যান্য নেতৃবৃন্দ। শত ব্যস্ততার মাঝেও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অবদানের জন্য প্রায় ২০ জন বাংলাদেশীকে এওয়ার্ড এবং কংগ্রেসনাল প্রোক্লেমেশান প্রদান করা হয়।
পূরো মাঠের চারিদিকে বাংলাদেশী পন্যের সমাহার এবং দেশীয় স্বাদের আহারে ব্যস্ত ছিলেন শত শত বাংলাদেশী। বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় শিল্পী লায়লা,রর্ন্টি দাশ এবং লায়লার সাথি আসিফ আনোয়ার এবং জয়ন্ত সিনহার সংগীত পরিবেশনা ছিল দর্শকের কাছে খুবই আনন্দায়ক। জনপ্রিয় উপস্থাপক বুলবুলের প্রানবন্ত উপস্থাপনায় মেলার পরিবেশ হয়ে উঠে অতিথীদের কাছে খুবই প্রানবন্ত।
উদ্ভোধনী বক্তব্যে হাজি আবদুল কাদের বলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সংস্কৃতির বিকাশের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশ মেলার মাধ্যমে যে প্রচেষ্ঠা চলছে তাকে আরও বেগবান করতে হবে । তিনি বলেন প্রবাসে প্রতিটি বাঙ্গালীই এক একজন এমবাসিটর। তাই আমাদের সবাইকে দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে কাজ করতে হবে। এছাড়াও বাংলাদেশ মেলার মাধ্যমে বিদেশে বেড়ে উঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতি তুলে ধরার ক্ষে্ত্রে অবদান রাখার জন্য তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মেলার আহবায়ক আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব বিপ্লব দেব জানান আটলান্টক কাউন্টির বাংলাদেশীদের প্রত্যাশা পূরনে এবছর মেলা আয়োজনে শতভাগ স্বার্থক। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিসহ পার্শ্ববর্তী সিটিতে বসবাসরত প্রায় দশ থেকে বারো হাজার প্রবাসী। এই বাংলাদেশীদের প্রত্যাশা পূরন করতে পেরে অন্যান্য বারের মত এইবারও তারা আনন্দিত এবং উল্লসিত। তারা আরও বলেন এইবারের বাংলাদেশ মেলাকে সাফল্য মন্ডিত করার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান এবং সোহেল আহমেদের নেতৃত্বাধীন প্রায় ৫০ জনের বিশাল বহর রাত দিন তাদের কার্যক্রম চালিয়েছিল। প্রতিবারের ন্যায় এইবারও প্রথম ‘বাংলাদেশ মেলা’কে ঘিরে আটলান্টিক কাউনটিসহ সমগ্র নিউজার্সীতে বাংলাদেশীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছিল বলে তারা উল্লেখ করেন।
বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাএ-ছাএীদেরসম্বর্ধনা দেওয়া হয়।কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের দায়িত্বে ছিলেন জয়শ্রী দে অতশী রয় চৈতী,অপরাজিতা সরকার । জয়শ্রী দে’র পরিচালনায় প্রায় শতাধিক ছাত্রছাত্রীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।এইবারের সংবর্ধনায় বিপুল পরিমান ছাত্রছাত্রী অংশগ্রহন করেন।
মেলায় আপ্যায়ন কমিটির প্রধান আলী হোসেন ছিলেন আপ্যায়নের ক্ষেত্রে ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। দেশী এবং বিদেশীদেরকে সুন্দরভাবে আপ্যায়ন করার যথাসাধ্য চেষ্ঠা ছিল তার।
এইবারও অন্যান্যবারের ন্যায় সৈয়দ মোঃ কাউছার, কাঞ্চন বল, সাব্বির ভূঁইয়া, আমিরুল ইসলাম টফি, মিরাজ খান, আহসান হাবিব, সোহাগ করিম, ঈসমাইল হোসেন.মো কালাম, সাঈদ শহীদ, ফেরদৌস, লিমন, এবং আলী হোসেন মোহাম্দ সেলিম, হাবিব চৌধুরী,,শেখ সেলিম, ফরহাদ সিদ্দিক, কৃষ্ণ গোপাল চৌধুরী, বিপ্লব দাস, বিপ্লব দেব, জয়ন্ত সিনহা সফিকুল ইসলাম,শামীম সাকিব, রাহিন, মুন্না,সজল, লিখন কাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন খুবই সক্রিয়। তবে মিরাজ খান, জয়শ্রী দে এবং চৈতীর ভূমিকা ছিল উল্লেখ করার মত।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউছার বলেন আমরা গতবারের ন্যায় এইবারও সামাজিক মিডিয়াকে সফলতার সাথে কাজে লাগানোর কারনে আমাদের মেলা সাফল্য মন্ডিত হয়েছে।তিনি বলেন এ ব্যাপারে বাংলাদেশএসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সকল নেতাকর্মীরা তাদেরকে সহযোগিতা করেছেন।
মেলার আহবায়ক আজিজুল ইসলাম ফেরদৌস বলেন মেলার মাধ্যমে আয়কৃত টাকার অধিকাংশই এসোসিয়েশনের জন্য ক্রয়কৃত নিজস্ব ভবন সংস্কারে ব্যয় করা হবে। মেলাকে ঘিরে সকল নেতৃবৃন্দের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরী হয়েছে তা অতীতের ন্যায় আগামীতে সফল ভাবে কাজে লাগানোর জন্য তাদের সংগঠন কাজ করে যাচ্ছে বলেও আজিজুল ইসলাম ফেরদৌস উল্লেখ করেন। বাংলাদেশএসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির ট্রাষ্টিবোর্ড প্রধান কাঞ্চন বল বলে প্রতিবারের ন্যায় এইবারও মেলা আয়োজনের জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং সকলের আন্তরিকতাই মেলার সফলতার মূলমন্ত্র ছিল।
সার্বিক পরিচালনা প্রধান মিরাজ খান জানান সকলের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি গঠন করার কারনে সকল নেতাকর্মী তাদের সবটুকু উজাড় করে কাজ করেছে। তারা বলেন আর্থিক বিষয়ের ব্যাপারে সবাইকে অবহিত করন, প্রতিদিন সংগঠনের নেতৃবৃন্দের সাথে মেলা সম্পর্কে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার মাধ্যমে কাজ করার অংগীকারই তাদের সংগঠনের সফলতার করেন বলেন মিরাজ খান জানান ।তিনি আরও বলেন সকলকে সাথে নিয়ে কাজ করার মজাই আলাদা।
বাংলাদেশ মেলায় ছিল রকমারী স্টলসহ ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যের সমাহার।মেলায় সব ছেয়ে বড় আকর্ষন ছিল রানা কবিরের রেফেল ড্রয়ের প্রথম পুরুষ্কার দুই ভরি ওজনের স্বর্নের হার।
মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি আকবর হোসাইন ,বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং নিউজার্সী ষ্টেট কমিটির সভাপতি মোঃ শাহীন, বিএনপি অব নিউজার্সী ষ্টেট সাউথ সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক রহমান বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাব্বির ভূঁইয়া, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি রানা কবির, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক সাঈদ শহিদ।সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বিশিষ্ঠ রিয়েল ষ্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা হারুন ভূইয়া,সাংবাদিক এবং কমিউনিটি নেতা সাঈদ দোহা, আটলান্টিক সিটির সিটি হলের কমিউনিটি এফেয়ার্স কর্মকতা মিল্টন চৌধুরী, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সাধারন সম্পাদক ইমরান ভূইয়া, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভূঁইয়া, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।