আটলান্টিকসংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটির শ্রী শ্রী গীতা সংঘের কয়েক শতাধিক সদস্য বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক নির্যাতনের তীব্র প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি প্রসেনজিত দত্ত এবং সাধারন সম্পাদক স্বরুপ দাশ এক লিখিত বক্তব্যে জানান গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, গত ৫ই আগষ্ট সরকারের পতনের পরপরই অন্যান্য ধ্বংস যজ্ঞের সঙ্গে প্রতিবারের মতো বাংলাদেশের নিরীহ নিরস্ত্র হিন্দুদের উপর চরম নির্যাতন,হত্যা,লুন্ঠন,বাড়ীঘর,ধর্মীয় উপসনালয় মন্দির জ্বালিয়ে পুড়িয়ে ক্রমান্বয়ে হিন্দু সম্প্রদায়কে সহায় সম্পদহীণ নিঃস্ব করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার কয়েকটি ঊদাহরন হচেছ গত ৬ই আগষ্ট ৬৫ বছরের বয়োবৃদ্ধ মৃনাল কান্তি চ্যটার্জির ঘরে ঢুকে তাকে হত্যা করা, সব লুট করে তাঁর স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম করা, শ্রী হরিলাল রায়কে তাদের মন্দিরে কুপিয়ে হত্যা করা, টাংগাইল এর ‘আদি অরুন মিষ্টান্ন ভান্ডার’ লুট, ঠাকুরগাঁও পীরগঞ্জের শ্বশান ঘাট ও কালীমন্দিরে আগুন, এ তাণ্ডব চিত্র বাংলাদেশের সর্বত্র।, আমাদের মূল অভিযোগ হলো, বাংলাদেশ নামক আমাদের এই প্রিয় জন্মভূমি দেশটি জন্মের পর থেকেই অর্থাৎ গত ৫৩ বছর যাবৎ যেকোন ছুতোয় আমাদের হিন্দুদের উপর নির্যাতন হয়ে আসছে ! বছরের পর বছর নিরীহ নিরস্ত্র শান্তিপ্রিয় হিন্দুদের উপর এই বর্বরতা কিছুতেই মানিয়ে নেয়া যায় না, পূর্ববর্তী সব সরকার এই বর্বরদের বিচারের নামে প্রহসন করেছে, সেই কর্মের ফল তারা পেয়েছে, আশাকরি বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার যতো দ্রুত সম্ভব এই নৃশংসতা চিরতরে বন্ধের ব্যবস্থা গ্রহন করবেন এবং সাথে সাথে এই সাম্প্রদায়িক বর্বরদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহন করবেন, নিশ্চিত করতে হবে ভবিষ্যতে সংখ্যালঘুরা যাতে তাদের প্রিয় জন্মভূমি, প্রিয় দেশ বাংলাদেশে নিরাপদ জীবন অতিবাহিত করতে পারে, সকল সম্প্রদায়কে সাথে নিয়ে অসম্প্রদায়িক দেশ গঠনের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার আশাপ্রকাশ করছি।
সবশেষে জাতির বিবেক বাংলাদেশের আন্দোলনকারী ছাত্রদের উদ্দ্যেশ্যে প্রশ্ন, আন্দোলনের ডাক দিয়ে সরকার উৎখাত করে ফেললে, কিন্তু বারবার সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হিন্দুদেরকে হত্যা, বাড়ীঘর লুণ্ঠনসহ নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে এসকল অসভ্য কর্মকান্ড বাংলার মাটি থেকে চিরতরে বন্ধ করতে এবং দেশের জনগণকে সচেতন করার দায়িত্ব নিবে কে?
সকলের মঙ্গল কামনা করি।
ইউএস আটলান্টিক সিটি গীতাসংঘ ইন্ক-এর সকল সদস্যবৃন্দ।