আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: গত ২৫ জুন,২০২৪ মঙ্গলবার সন্ধ্যায় নিউজার্সী ষ্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে বাংলাদেশ মেলা আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় আগামী ৭ আগষ্ট,২০২৪ বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত বাংলাদেশ মেলার আহবায়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব বিপ্লব দেব।
সংগঠনের সভাপতি শহীদ খানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ বলেন আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব বিপ্লব দেব বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির পরিক্ষিত নেতা।তাই তাদের উপর এবারের নেতৃত্ব প্রদানের মাধ্যমে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি অতীতের মত আরেকটি সফল মেলা উপহার দিতে পারবে বলে আশা প্রকাশ করেন।
আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব বিপ্লব দেব তাদের উপর সংগঠনের আস্থার প্রতিদান একটি সুন্দর এবং সফল মেলা আয়োজনের মাধ্যমে দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আজিজুল ইসলাম ফেরদৌস এবং সদস্য সচিব বিপ্লব অতীতের মত এবারও সকলের সহযোগিতা কামনা করেন।
মেলার আয়োজন সম্পর্কে বিএএসির সভাপতি শহীদ খান বলেন সিটির মেয়র মার্টি স্মলের আন্তরিক সহযোগিতার কারনে একটি মেলা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন অন্যান্য কয়েকটি সংগঠন মেলা আয়োজনে আগ্রহ প্রকাশ করলেও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দের সিটির উন্নয়নমূলক কার্যক্রমে আন্তরিক সহযোগিতার কারনে মেয়র বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টিকে মেলার আয়োজনে অনুমোদন প্রদান করেন।এব্যাপারে সুরজিৎ চৌধুরী মিল্টন আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করার করে বলে তিনি উল্লেখ করেন।
শহিদ খান বলেন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি সিটির মেয়রের সাথে যুগপৎভাবে কাজ করার মাধ্যমে ইতিমধ্যে মেয়রের সহযোগিতায় আটলান্টিক কাউন্টির বাংলাদেশীদের জন্য একটি স্বল্পমূল্যে কমিউনিটি সেন্টার পেয়েছে,বাংলাদেশী যুব সমাজের জন্য পেয়েছে একটি ক্রিকেট খেলার মাঠ, গত দুইবছর প্রায় ২৫ জন বাংলাদেশী ছাত্রছাত্রীরা সিটি থেকে মেয়র স্কলারশীপ লাভ করেছে। সিটির কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশীদের মধ্যে যে পারষ্পরিক আন্তরিক বন্ধন তৈরী হয়েছে, এ সম্পর্ককে কাজে লাগাতে পারলে বাংলাদেশীদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও নতুন নতুন অনেক পদক্ষেপ গ্রহন করা সম্ভব হবে।
সভায় বক্তব্য রাখেন বিএএসির সভাপতি শহীদ খান ,সাধারন সম্পাদক সোহেল আহমেদ, সাংগাঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক ট্রাষ্টি বোর্ড চেয়ারম্যান কাঞ্চন বল, প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউছার, মিরাজ খান,সোহাগ করিম,সামসুল আলম শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসাইন ভূইয়া, সাবির হোসেন ভূইয়া, আহসান হাবিব,মোহাম্মদ সেলিম, রেজাউল ইসলাম খালিদ, জয়শ্রী দে,,চৈতী,বিপ্লব দেব, জয়ন্ত সিনহা ,আলী হোসেন, বিপ্লব দাস,হাবিব চৌধুরী, এবং সুরজিৎ চৌধুরী মিল্টন ।
সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ জানান গতবারের ন্যায় এইবারও প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন নিউইয়র্কের হাজি আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এবং দেশে ও প্রবাসে মানব কল্যানের অন্যতম সহযোগী জনাব আব্দুল কাদের মিয়া।
একটি মাত্র বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হওয়ার কারনে এবারের বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির মেলায় ১০ হাজার বাংলাদেশীর উপস্থিতিতে এই মহামিলনে আটলান্টিক মহাসাগরের তীরবর্তী আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়াম এক খন্ড বাংলাদেশে পরিনত হবে বলে মেলার আয়োজকবৃন্দ আশা প্রকাশ করছেন। তারা আশা করছেন পূরো মাঠের চারিদিকে বাংলাদেশী পন্যের সমাহার এবং দেশীয় স্বাদের আহারে ব্যস্ত থাকবেন শত শত বাংলাদেশী।
বাংলাদেশের ফোক গানের জনপ্রিয় শিল্পী লায়লা,রর্ন্টি দাস,ভারতের জনপ্রিয় শিল্পী শান্ত নীল ছাড়াও মঞ্চ মাতাবেন নীলাদী চৌধুরী, জয়ন্ত সিনহা এবং আসিফ আনোয়ার। জনপ্রিয় উপস্থাপক বুলবুলের প্রানবন্ত উপস্থাপনায় মেলার পরিবেশ অতিথীদের কাছে খুবই আনন্দদায়ক ও প্রানবন্ত হবে বলে সকলেই আশা প্রকাশ করছেন।