আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ৯ জুলাই ২০২৪ মঙ্গলবার যক্তরাষ্ট্রের নিউজার্সীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির মিলন মেলা। প্রায় শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মিলন মেলায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সদস্য ছাড়াও অন্যান্য বাংলাদেশীরা অংশগ্রহন করেছিলেন । নিউজার্সী ষ্টেটের এস্টল মেনর পার্কের বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত সকলের মধ্যেই ছিল আনন্দ এবং উদ্দীপনা। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির আউট গোয়িং সভাপতি লায়ন কনক রাউথ এবং সাধারন সম্পাদক ও ইন-কামিং সভাপতি লায়ন আকবর হোসাইন উদ্ভোধন করেন মিলন মেলা।
এরপরই শুরু হয় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলার আনুষ্ঠানিকতা। বিশ্বব্যাপী মানব কল্যানে নিয়োজিত লায়ন্স ক্লাবের মিলন মেলা মানেই যুক্তরাষ্ট্র্রের নিউজার্সী ষ্টেটের বাংলাদেশীদের কাছে ভিন্ন আমেজে দিন কাটানো। সচরাচর অন্যান্য সংগঠনের মত মিলন মেলা হয় না লায়ন্স ক্লাবে। তাই সন্মান এবং গৌরবের সাথে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলায় আমন্ত্রিত অতিথীরা অংশগ্রহন করে থাকেন। এইবারও ১০ আমন্ত্রিত পরিবার মিলন মেলায় অংশ নিয়েছিলেন।
সকাল এগারটায় নাস্তার পর্ব লায়ন মোজাহের আলীর রান্না করা আলুর দম, ডাল পুরী, খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ।
দুপুর দুটায় লায়ন কাজী লিটন, লায়ন মোহাম্মদ রহমান বাবুল, লায়ন ফারুক তালুকদার এবং লায়ন পিন্টু রয়ের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় বিভিন্ন রকম খেলাধুলার প্রতিযোগিতা। তারই মাঝে সবাইকে সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে রাখেন স্থানীয় সংগীত শিল্পী শিউলী, আফরোজা মুন্নী এবং লায়ন কাজী লিটন। এরই সাথে অনুষ্ঠানে লায়ন কাজী ইসলামের ভিন্নধর্মী কয়েকটি খেলার আয়োজনে মিলন মেলায় নিয়ে আসে আনন্দের ভিন্নতা।
অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ২০২৪-২০২৫ সালের ক্লাব অফিসারদের নাম ঘোষনা করেন নব-নির্বাচিত সভাপতি আকবর হোসাইন।
ক্লাব সভাপতি লায়ন আকবর হোসাইন, আইপিপি লায়ন কনক রাউথ, ক্লাব সাধারন সম্পাদক লায়ন কাজী লিটন, কোষাধক্ষ্য লায়ন জহিরুল ইসলাম বাবুল, যুগ্ন- কোষাধক্ষ্য লায়ন জয়া রয়, যুগ্ন সাধারন সম্পাদক লায়ন মোজাহের আলী,সহ-সভাপতি লায়ন আবদুর রফিক, সহ-সভাপতি শ্রী পিন্টু রয়,সাইট চেয়ার পারসন লায়ন রহমান বাবুল, মেম্বারশীপ চেয়ারপারসন লায়ন ফারুক তালুকদার,, লায়ন টেমার লায়ন নিবেদিতা রাউথ, টেইল টুইস্টার লায়ন ইসরাত জাহান, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ হোসাইন জনি, সার্ভিস চেয়ারপারসন লায়ন তানিম রহমান,ডাইরেক্টর লায়ন সাঈদ রামিম, লায়ন জাফর ভূইয়া, লায়ন সেলিম জোয়ারদার, লায়ন সেলিম আলম ,লায়ন সালমা ভূইয়া, এবং মনোয়ারা হোসেন।
বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি নিউজার্সীর বাংলাদেশীদের মধ্যে সবছেয়ে পুরানো এবং অন্যতম জনপ্রিয় সংগঠন। বাংলাদেশীদের কল্যানে নিয়োজিত এই সংগঠনটি ইতিমধ্যে ২৫ বছর অতিক্রম করেছে। বিকেল চারটায় শুরু হয় স্থানীয়ভাবে রান্না করা সুস্বাধু খাবার পরিবেশন। খাবার শেষে বিকেল পাঁচটা থেকে ৭টা পর্যন্ত চলতে থাকে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান পরিচালনা করেন লায়ন ফারুক তালুকদার।সবশেষে পুরুষ্কার বিতরনী এবং রেফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন, নিউজার্সী স্টেট বিএনপি সাউথের সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক লায়ন রহমান বাবুল, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, আটলান্টিক সিটির ফিফথ ওয়ার্ড কাউন্সিলম্যান আনজুম জিয়া, জাহাঙ্গীর কবির,আহসান খান, শেখ আলী শিমুল,রিফাত জাহান,ইমতিয়াজ, হাসান,গোলাম, মাহার উদ্দিন খোকন, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভূইয়াসহ আরও অনেকে।