আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ১ জুলাই,২০২৪ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এসকে বশির আহমেদ মামুনের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির গরমেট রেষ্টেরেন্টে।
বাংলাদেশের আবাহনী ক্লাবের প্রাক্তন ম্যানেজার সাবের হোসেন ভূইয়ার সভাপতিত্ত্বে এবং বেঙ্গল ক্লাবের সাধারন সম্পাদক কাজল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টি এবং আটলান্টিক সিটি বেঙ্গল ক্লাবের উদ্যোগে আয়োজিত সভায় বশির আহমেদ মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আটলান্টিক কাউন্টি এবং বেঙ্গল ক্লাবের সদস্যবৃন্দ।
প্রধান অতিথী মামুনকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মিরাজ খান,ফরহাদ সিদ্দিক,সাঈদ শহিদ, রেজাউল ইসলাম খালেদ, শামসুল ইসলাম শাহজাহান,শেখ আমিন,ইমরান ভূইয়া,সোহেল আহমেদ এবং আকবর হোসাইন।
এসকে বশির আহমেদ মামুন বাংলাদেশের খেলাধুলা ও অ্যাথলেটিক্সের উন্নয়নে তার অবদানের কিছু অংশ প্রবাসীদের সামনে তুলে ধরে বলেন আমি শুধু বাংলাদেশ থেকে প্রতিভা অন্বেষনে কাজ করছি না, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিভাবান বাংলাদেশীর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানের করার জন্য কাজ করে যাচ্ছি। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া এবং বেড়ে উঠা বাংলাদেশী বংশোদ্ভুত নিউইয়্রক প্রবাসী মুষ্টিযোদ্ধা জিন্নাত ফেরদোসের কথা উল্লেখ করেন এবং বলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আপনাদের সহযোগিতা ফেলে অসংখ্য প্রতিবাভাবানদেরকে ক্রীড়াঙ্গন সুযোগ করে দেবে । উল্লেখ্য এসকে বশির আহমেদ গত চার দশক ধরে অসংখ্য ক্রীড়াবিদদেরকে অনুপ্রাণিত করেছেন।