আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক:- গত ২০ ডিসেম্বর মঙ্গলবার আটলান্টিক সিটির স্থানীয় গরমেট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি সামসুল ইসলাম শাহজাহানের সভাপতিত্বে ও জয়ন্ত কুমার সিংহের সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্টানের আহবায়ক এবং সহ-সভাপতি আহসান হাবীব, সহ-সভাপতি কাঞ্চন বল, আব্দুল জামিল, মোহাম্মাদ শাহজাহান, আবুল হোসেন,রেজাউল ইসলাম খালিদ,জয়শ্রী দে ও অন্যান্য নেতৃবৃন্দ।
বাঙ্গালি জাতির মুক্তির সংগ্রামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ শ্রদ্ধার সাথে স্মরণ করেন আত্মদানকারী বীর শহীদদের, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সমর্থক, যুদ্ধাহত ও শহীদ পরিবারের সদস্যসহ বাংলাদেশের সর্বস্তরের জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের মাধ্যমে জাতির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য সচেতনভাবে কাজ করতে হবে বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।তারা আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আমাদেরকে মুক্তিযোদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর সম্মোহনী নেতৃত্বই ছিল বাংলাদেশের স্বাধীনতা লাভের মূল চালিকা শক্তি। বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’র স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধনমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছেন। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের জন্য বিশ্ব পরিমণ্ডলে ‘রোল মডেল’ হিসেবে বিবেচিত হচ্ছে।বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতার আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিবাবকদের প্রতি আহবান জানান।
বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী জয়ন্ত সিনহা এবং মাসুম বাউল । মহান বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান সভাপতি সামসুল ইসলাম শাহজাহান অনুষ্ঠানে বর মুক্তিযোদ্ধা সীম আহমেদকে ফুলল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।