আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: যুক্তরাষ্টের অন্যান্য অঙ্গরাজ্যের ন্যায় এইবারও নিউজার্সীর আটলান্টিক সিটিতে হাজার হাজার মুসলমান একসাথে আদায় করল পবিত্র ঈদুল আযহার নামাজ। গত ১৬ জুন রোববার ২০২৩ “আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ” শব্দে মুখরিত হয়ে উঠেছিল যুক্তরাষ্টের আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি । বিশ্বের প্রায় ১০ টি দেশের মুসলমানরা পবিত্র ঈদুল আষহার এই নামাজে শামিল হন। ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির ইমাম তৌফিক আজিজ পবিত্র ঈদুল আযহার খুতবা পেশ করেন। খুতবায় তিনি বলেন পবিত্র হজের সময় পৃথিবীর বিভিন্ন দেশের ধনী গরিব এক কাতারে শামিল হয়ে সমগ্র বিশ্বের জন্য একটা বার্তা দিয়ে থাকেন তা হল ইসলাম ধর্মে কোন ভেদাভেদ নেই। তিনি হজের এই শিক্ষাকে কাজে লাগিয়ে মুসলামানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির অনুরোধ করেন এবং সারা বিশ্বের মুসলিমদের শান্তি কামনা করে মুনাজাত করেন।
ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন জানান নিউজার্সীর মুসলিমদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির জন্য ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু প্রত্যেকটি মসজিদের কর্মকর্তাদের মধ্যে ধর্মীয় ব্যাপারে কিছু মতভেদ থাকায় গত বারের ন্যায় একসাথে ঈদুল আযহার নামাজ আদায় করা সম্ভব হয়নি।তিনি নবনির্মীত মজসিদের নেয়া বিভিন্ন কার্যক্রম অব্যহত রাখার জন্য সাউথজার্সীর সকল মুসলমানদের সহযোগিতা কামনা করেন।
ঈদের নামাজ শেষে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে পশু কোরবানী দেয়ার জন্য স্থানীয় বিভিন্ন ফার্মে মুসলমানরা ছুটে যান এবং ইসলামিক রীতিনীতি অনুযায়ী যথারীতি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানীর কাজ সম্পাদন করেন। যাদের চাকুরীতে ছুটি ছিলনা তারা আটলান্টিক সিটির গ্রোসারীগুলোতে তাদের কোরবানীর অর্ডার দেন। সর্বোপূরী আবহাওয়া ভাল থাকায় নিউজার্সীর আটলান্টিক সিটিতে এইবারের ঈদের আয়োজন ছিল মনে রাখার মত।
এদিকে আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি ছাড়াও মসজিদ আল-তাকোয়ার তত্ত্বাবধানে স্থানীয় অডোনিল পার্কে এবং মসজিদ আল হেরায় পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। তবে গ্যালওয়ে সিটির দারুস সালাম মসজিদের ঈমাম এবং কর্মকর্তারা আজ রবিবার জামাত আদায়ের ব্যাপারে ভিন্নমত পোষন করায় আজ সোমবার ঈদুল আযহা উদযাপিত হবে।