আটলান্টিকসংবাদ ডেস্ক: গত ১১ই জুন আটলান্টিক সিটিসহ নিকটবর্তী পাঁচটি সিটির বাংলাদেশীরা সিটি অব আটলান্টিক সিটির মেয়রের সহযোগিতায় পেল ক্রিকেট খেলার মাঠ। মেয়র মার্টি স্মলের বাংলাদেশীদের প্রতি দায়িত্ববদ্ধতা এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করার জন্য আটলান্টিক সিটির সার্ফ ষ্টেডিয়াম সংলগ্ন বেদর ফিল্ডের একটি অংশকে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ক্রিকেট প্রেমীদের জন্য বরাদ্ধ দিয়েছেন।
২০১৬ সাল থেকে মীর হোসেন ,আকবর হোসাইন এবং আটলান্টিক সিটির মাল্টি কালচারাল ডিপার্টমেন্টের সুপারভাইজার সুরেজ চৌধুরী মিল্টন বিভিন্নভাবে প্রচেষ্ঠা অব্যহত রাখলেও ২০২৪ সালে বর্তমানে সিটি অব আটলান্টিক সিটির সুপারভাইজার পদে কর্মরত সুরেজ চৌধুরী মিল্টনের আন্তরিক প্রচেষ্ঠায় বাংলাদেশীরা খেলার মাঠ পেল। বাংলাদেশের নামকরা ক্রিকেট ক্লাব আবাহনী ক্লাবের সাবেক ম্যানেজার সাবের হোসেন ভূঁইয়ার সভাপতিত্ত্বে এবং সিটি অফ আটলান্টিক সিটির কর্মকর্তা ইমারসনের উপস্থাপনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। প্রধান অতিথী বলেন মার্টি স্মল প্রশাসন বাঙ্গালী কমিউনিটিকে প্রতিশ্রুতি দিয়েছিল একটি ক্রিকেট মাঠ দেয়ার জন্য। আজ প্রতিশ্রুতি অনুযায়ী মাঠ এবং পিচের ব্যবস্থা করেছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সিটি অফ আটলান্টিক সিটির কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিটির পিআইও এন্ড্র ক্রমার, এ সি টাইটেন ক্লাবের ক্যাপটেন মীর হোসেন হেভেন, কিংস ক্লাবের ম্যানেজার বিনোদ ভেলোর, এ সি টাইগারস ক্লাবের টিম মেম্বার শাহেদ, আইকনিক ডেসার ক্লাবের শাহিল গাওহর,করনার টাইগারস ক্লাবের ওয়াকার আহমেদ,বেঙ্গল ক্লাবের সাধারন সম্পাদক কাজল সরকার, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ, বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সহ-সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস ।
বাংলাদেশ কমিউনিটি অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ সি টাইটেন ক্লাবের ম্যনেজার এবং বাংলাদেশ প্রেস ক্লাব অফ আটলান্টিক সিটির সভাপতি ,আকবর হোসাইন, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহিদ খান, বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাউছার,জালালাবাদ এসোসিয়েশন অফ সাঊথজার্সীর সভাপতি আমিরুল ইসলাম টফি, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ফরহাদ সিদ্দিক এবং সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিসিবির কর্মকর্তাদের অংশগ্রহনের কথা থাকলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বিসিবির কর্মকর্তা এবং খেলোয়াড়গন বাহিরে কোন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্বান্ত নিয়েছেন বলে জানান আবাহনী ক্লাবের সাবেক ম্যানেজার সাবের হোসেন ভূঁইয়া।
উল্লেখ্য সিটি অফ আটলান্টিক সিটি প্রায় ৪০ হাজার ডলার ব্যয়ে অষ্ট্রেলিয়া থেকে এই পিচের ব্যবস্থা করেছে। যথাশ্রীঘ্রই সম্ভব সার্ফ স্টেডিয়াম সংলগ্ন ভেদর ফিল্ডে ক্রিকেট পিচ বসানোর কাজ সম্পন্ন করা হবে বলে জানান সুরেজ চৌধুরী মিল্টন ।