আটলান্টিকসংবাদ ডেস্ক: আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে ক্রিকেট উম্মাদনা। পাঁছ বছর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলা ছিল একটি অপরিচিত খেলা। কিন্তু বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার কারনে টি টুয়েন্টি বিশ্বকাপ ম্যানিয়ায় ভুগছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের কয়েক মিলিয়ন মানুষ।
তার সাথে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ টিমের প্রথম জয়ের কারনে নিউজার্সী, নিউইর্য়ক, প্যানস্যালভেনিয়া, ভার্জিনিয়া, এবং টেক্সাস অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ক্রিকেট উম্মাদনা আরও বেশী ছড়িয়ে পড়েছে। ২০১৬ সালে মীর হোসেন এবং আকবর হোসাইনের হাত ধরে শুরু হয়েছিল আটলান্টিক সিটিতে ক্রিকেটের আসর এবং ক্রিকেট খেলা আয়োজনে অফিসিয়াল সহযোগিতা করেছিলেন সুরেজ চৌধুরী মিল্টন।
ধীরে ধীরে এখন যুক্ত হয়েছেন আটলান্টিক সিটিসহ নিকটবর্তী সিটিতে বসবাসরত কয়েকশত ক্রিকেট প্রমিক বাংলাদেশী । বর্তমানে আটলান্টিক সিটি টাইটেনস ক্লাবসহ আরও প্রায় ছয় সাতটি ক্লাব আটলান্টিক সিটিতে ক্রিকেট উন্নয়নে প্রত্যক্ষভাবে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে এবং অতীতের ন্যায় এখনও অফিসিয়াল কর্মকান্ডে সহযোগিতা করে যাচ্ছেন সুরেজ চৌধুরী মিল্টন। বর্তমানে সিটি অব আটলান্টিক সিটিতে সুপারভাইজার পদে কর্মরত সুরেজ চৌধুরী মিল্টন গত ৪ জুন মঙ্গলবার স্থানীয় ক্রিকেট টিম এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় তিনি জানান সিটির মেয়র মার্টি স্মলের সহযোগিতায় ইতিমধ্যে আটলান্টিক সিটিতে বসবসরত ক্রিকেট প্রেমীদের জন্য ক্রিকেট পিচের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
গত ৫ জুন বুধবার আটলান্টিক সিটির স্টেডিয়াম সংলগ্ন ভেদর ফিল্ডে ক্রিকেট পিচ বসানোর ব্যাপারে মতামত নেয়ার জন্য স্থানীয় সবগুলো ক্লাবের সদস্যদের আমন্ত্রন জানানো হয়। সিটি অব আটলান্টিক সিটির হেলথ এন্ড হিউম্যান সার্ভিসের ডাইরেক্টর জেরড ডি বার্নাস উপস্থিত ক্লাবগুলোর মধ্যে টাইটেনসের ম্যনেজার আকবর হোসাইন, ক্যাপটেন মীর হোসাইন, টিম সদস্য এইচ এম শাহীন এবং সুরেজ চৌধুরী মিল্টনের মতামতের ভিত্তিতে ১০ জুন,২০২৪ তারিখের মধ্যে পিচ বসানোর কাজ সম্পন্ন করার সিদ্বান্ত নেন।
যাতে করে আগামী ১১ই জুন আটলান্টিক সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচের মাধ্যমে বাঙ্গালী ক্রিকেট প্রেমীদের জন্য মাঠটি উদ্ভোধন করা সম্ভব হয়। এদিকে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানের আয়োজন এবং বিসিবির কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহনের মাধ্যমে ক্রিকেট মাঠ উদ্ভোধনের জন্য সার্বিকভাবে সহযোগিতা করছেন বাংলাদেশের অন্যতম নামকরা ক্লাব আবহনী ক্লাবের প্রাক্তন ম্যানেজার এবং কমিউনিটি এক্টিভিস্ট সাবের হোসেন ভূইয়া। তিনি বলেন আটলান্টিক সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠানের মাধ্যমে আটলান্টিক সিটির ক্রিকেট প্রেমীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে।