আকবর হোসাইন আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ২রা জুন, ২০২৪ রবিবার চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ কতৃক আগামী ২৬শে জুলাই হার্ভার্ড ক্যাম্পাস এবং ২৭শে জুলাই এম আই টি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য কনভেনশনের বিভিন্ন বিষয়াদি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের কাছে উপস্থাপনের লক্ষ্যে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। চবি এ্যালমনাই এসোসিয়েশান ম্যাসাচুসেট এর জেনারাল সেক্রেটারি ও কনভেনশন এর মেম্বার সেক্রেটারি মোহাম্মদ সাইফুর আর চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চবি এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ এর প্রেসিডেন্ট ও বস্টন ইউ এস এ কনভেনশন ২০২৪ এর চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী।তিনি বলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং এম আই টিতে কনভেনশন ২০২৪ এর আয়োজন। উপস্থিত সংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ্যালমনাই এসোসিয়েশান গড়ে উঠেছে যা খুবই প্রশংসনীয়।বিভিন্ন অঙ্গরাজ্যে সকল এলামনাইদেরকে একই মঞ্চে এনে চবি এ্যালমনাইদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা হবে কনভেনশনের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য।তিনি এই কনভেনশন সফল করার জন্য সবার সর্বাঙ্গীণ সহযোগিতা কামনা করেন।কনভেনশনের কনভেনর ও চবি এ্যালমনাই এসোসিয়েশান অব ইউ এস এ ম্যাসাচুসেট এর প্রেসিডেন্ট অধ্যাপক মোঃ জানে আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কনভেনশনে আমন্ত্রিত অতিথীরা বিভিন্ন বিষয়ের উপর সেমিনারে অংশগ্রহন করবেন বলে তিনি জানান। কনভেশনে চট্রগ্রাম বিশ্ববিদ্যলয়ের অতীত ইতিহাস, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যতে করনীয় বিষয়াদি নিয়ে সেমিনারে আলোচনা করা হবে ।
এই কনভেনশনে দলমত নির্বিশেষে সকল এ্যালমনাই একই মঞ্চে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালবাসা প্রকাশ করার সুবর্ণ সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। কনভেনশনের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী সংবাদকর্মীদেরকে আরও জানান, চবি বস্টন কনভেনশনে-২০২৪ এম আই টি এবং হার্ভার্ড ক্যাম্পাসে আমন্ত্রিত অতিথী হিসাবে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুস শাহীদ, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ আবু তাহের, চবি এ্যালমনাই এসোসিয়েশান বাংলাদেশ সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট এবং প্রধান মন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব ডঃ মোঃ আব্দুল করিম, চবি এ্যালমনাই এসোসিয়েশান, বাংলাদেশ সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারী এবং বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন এফ বি সি সি আই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম তাঁদের সন্মতি প্রদান করেছেন ।এছাড়াও কনভেনশনে আমন্ত্রিত অতিথিদের মধ্য আরও উপস্থিত থাকবেন ম্যাসাচুসেট এর সিনেটর, গভর্নর, বস্টন মেয়র, ক্যামব্রিজ মেয়র, এম আই টি প্রেসিডেন্ট, হার্ভার্ড প্রেসিডেন্ট, এবং এ্যালমনাই এসোসিয়েশান এর প্রেসিডেন্ট এছাড়াও বোস্টনের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক, গবেষক প্রকৌশলী এবং বিজ্ঞানী।
কনভেনশনের শেষ দিন সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, নকিব খান,তাজুল ইসলাম, এবং মহিতোষ তালুকদার তাপসের নির্দেশনায় স্বাধীন বাংলা বেতারের গণসংগীত ও লোকজ গানের দলীয় পরিবেশনা, সাথে স্থানীয় এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত, চবি এ্যালমনাইদের একক ও দলীয় পরিবেশনা।
সংবাদ সন্মেলনে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন চাকসুর প্রাক্তন নেত্রী এবং কনভেনশন ২০২৪ সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার জমিলা ইলিয়াস চট্টলা, এছাড়াও উপস্থিত ছিলেন চবি বস্টন কনভেনশনে-২০২৪ এর জয়েন্ট সেক্রেটারী প্রতাপ চন্দ্র শীল, ডাইরেক্টর অব এডুকেশন এন্ড কালচারাল এফেয়াস রাহাতুল আশেকিন রাহী এবং এ্যালমনাই আব্দুল বাসেদ। উপস্থিত স্থানীয় এবং নিউ ইয়র্ক থেকে আগত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সংবাদ সন্মেলন্র সমাপ্তি ঘোষণা করেন অধ্যাপক মোঃ জানে আলম।