1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের নিঊজার্সী অঙ্গরাজ্যে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে আয়োজিত সেবামুলক কার্যক্রমের সফল সমাপ্তি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৭৬০ Views

আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক: গত ২৪ এপ্রিল,২০২৪ বুধবার আটলান্টিক সিটির স্টকটন ইউনিভার্সিটির হল রুমে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির আয়োজনে অনুষ্ঠিত হলো কন্স্যুলেট সেবা কার্যক্রম। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রমকে ঘিরে প্রবাসী বাংলাদেশীদের আনাঘোনায় মুখরিত ছিল আটলান্টিক সিটির স্টকটন ইউনিভার্সিটির ক্যাম্পাস। স্টকটন ইউনিভার্সিটি, বাংলাদেশ কনসুলেট নিউইয়র্ক এবং নিউজার্সী অঙ্গরাজ্যের বাংলাদেশীদের অন্যতম জনপ্রিয় সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির যৌথ উদ্যোগে এবং আটলান্টিক সিটির মাল্টি কালচারাল সার্ভিসের সার্বিক সহযোগিতায় প্রায় সাত শতাধিক বাংলাদেশী বিভিন্ন রকম সেবা গ্রহন করেন।

দীর্ঘদিন ধরে আটলান্টিক সিটিতে বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করলেও  বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহিদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদের নেতৃত্বাধীন সংগঠনটি প্রবাসী জনগনের সেবার জন্য তাদের কার্যক্রম চালিয়ে যাচেছন সুচারুভাবে গত এক দশক ধরে ।এই সংগঠনের যে কোন সেবামূলক কার্যক্রমে সকল নেতাকর্মী নিরলসভাবে ঝাঁপিয়ে পড়েন। এখনও পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে আন্তরিক ভালবাসায় পরিপূর্ন থাকায় সকলের উপস্থিতি সত্যিই প্রত্যকটি সেবামুলক কার্যক্রমকে প্রানবন্ত করে তোলে। দূর্নীতিমুক্ত এবং সকলের প্রতি সন্মানবোধ একটি সংগঠনকে কিভাবে কমিউনিটির কাছে জনপ্রিয় করে তুলতে পারে তারই জলন্ত উদাহরন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি। আটলান্টিক সিটির প্রবাসীরা বিশ্বাস করেন তাদের এই ধারা যদি অব্যহত থাকে আগামীতে অনেক দূর এগিয়ে যাবে সংগঠনটি। সাথে সাথে হারিয়ে যাবে তোষামোদকরী পরিবেষ্ঠিত অন্যান্য অনেক সংগঠন।

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং সিটির সেবা সম্পর্কে জনগনকে অবহিত করার  জন্য আটলান্টিক সিটির মাল্টি কালচারাল সার্ভিসের সুপারভাইজার সুরজিৎ চৌধুরী মিল্টনকে সাথে নিয়ে উপস্থিত হয়েছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল। তিনি এই সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্টকটন ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদ, বাংলাদেশ কনসুলেট অব নিউইয়র্ক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন বর্তমান সরকার প্রবাসীদের দারগোড়ায় কনসুলেটের সেবা পোঁছে দিতে বদ্ধ পরিকর। তিনি বলেন বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিজন প্রবাসী হচ্ছেন বাংলাদেশের এমবাসিডর। কিন্তু সংগাঠনিক কার্যক্রম ছাড়া দেশের কার্যক্রম বিদেশে তুলে ধরা খুবই কষ্ঠসাধ্য ব্যাপারে। তিনি সাউথজার্সীতে বিভিন্ন সেবামূলক কাজ অব্যহত রাখায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এই সেবামূলক কার্যক্রমে কনসুলেটের  অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপুটি কনসাল জেনারেল  এস এম নাজমুল হাসান,ফাস্ট সেক্রেটারী প্রসুন কুমার চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, মোঃ আহাদুল বারী আকন্দ, মোঃ পারভেজ আহমেদ, রোমান চন্দ্র দেবনাথ, মোঃ সফিকুল ইসলাম এবং মোঃ মোকলেসুর রহমান। এবারই প্রথম আয়োজন করা হয় কনসুলেট সেবার পাশাপাশি স্বাস্থ্য সেবামুলক কার্যক্রম। সুন্দর এবং সুচারুভাবে কার্যক্রম পরিচালনা করায় সেবাগ্রহনকারী প্রবাসী বাংলাদেশীরা এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সেই সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সকল কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের সকল নেতাকর্মীদের পাশাপাশি কৃষ্ণ চৌধুরী,মিরাজ খান,সাকিব, জয়শ্রী দে এবং  অতশী রয় চৈতীর  সেবা প্রদানের অবিরাম প্রচেষ্ঠা ছিল চোখে পড়ার মত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION