গতকাল ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের একটি মিটিংয়ে কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সিদ্দিকুর রহমানের সকল অসাংগঠনিক, অনিয়মের তীব্র প্রতিবাদ করেন বীর মুক্তিযোদ্ধা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জনাব ফজলুর রহমান। উল্লেখ্য যে তিন বছর মেয়াদের জন্য গঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি ১৩ বছর অতিক্রম করেছে এবং এই ১৩ বছরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান দলে অসংখ্য অসাংগঠনিক কার্যকলাপ, দলের সর্ব ক্ষেত্রে বিভক্তি, সভানেত্রী স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটিতে প্রতিবছর নিয়োগ এবং বিয়োগ করে চলেছেন বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ গত একমাস যাবত সভানেত্রীর নাম ভাঙ্গিয়ে দলের শূন্যস্থান পূরণের নামে সভানেত্রী স্বাক্ষরিত কমিটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে বিভিন্ন কমিটি থেকে লোক ভাগিয়ে এনে তাদেরকে নিয়োগ দিচ্ছেন। অথচ দলের সাংগঠনিক রীতি হচ্ছে দলের কোন শূন্যস্থান পূরণ করতে হলে সেখানে কার্যকরী পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সেটি করতে হয়।অথচ তিনি তার তোয়াক্কা না করে তিনি তার স্ত্রীসহ কার্যকরী কমিটির মোট চারজন সদস্য নিয়ে একের পর এক অধ্যাদেশ জারির মাধ্যমে উনি দলে অনিয়ম করে চলেছেন। যার প্রেক্ষিতে গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে কার্যকরী পরিষদের একজন সভা অনুষ্ঠিত হয় সভায় কার্যকরী কমিটির ৯৫ ভাগ লোক উপস্থিত ছিলেন উপস্থিত সকল সদস্য সর্বসম্মতক্রমে সিদ্দিকুর রহমানকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সকল কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানান।
ভিডিও লিংক: https://www.facebook.com/watch?v=477042844753278
কারণ নেত্রীর উপস্থিতিতে দলের হাজার হাজার নেতা কর্মী নো মোর সিদ্দিক স্লোগান দিয়ে নেত্রীর সম্মুখে তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন তারপর থেকে নেত্রী বিগত পাঁচ বছর তার কোন সংবর্ধনা সভায় সিদ্দিকুর রহমান কে সভাপতিত্ব করতে দেননি। উক্ত কার্যকরী পরিষদের বিশেষ সভায় অনতিবিলম্বে তলবী সভা ডেকে সিদ্দিকুর রহমানকে অব্যাহতি দিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন এবং মাননীয় সভানেত্রীর নিকট দলের নতুন কমিটি গঠনের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সকল সংগঠনের পক্ষ থেকে যেখানে সিদ্দিক সেখানেই প্রতিরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।