আকবর হোসাইন: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উত্তর আমেরিকার অন্যান্য স্থানের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আটলান্টিক সিটির ইসলামিক সেন্টারে আজ ১০ই এপ্রিল ২০২৪ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল।বিশাল এই ভবনের প্রতিটি ফ্লোর ছিল কানায় কানায় পরিপূর্ন। ঈদুল ফিতরের নামাজের জামায়াতে বাংলাদেশ,পাকিস্তান, মিশর, সূদান, জর্ডান, ভারত, আফগানিস্তান, সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন্ দেশের মুসলমানরা অংশগ্রহন করেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ভিন্ন ভিন্ন ভ্যানুতে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল ফিতরের নামাজ। ঈদ জামাতে ইমামতি করেন ঈমাম তৌফিক আজিজ। ঈমাম তৌফিক আজিজের সাবলীল এবং শ্রুতিমধুর খুৎবা শোনার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিভিন্ন দেশের অসংখ্য মুসলিম।তিনি ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে সবসময় ঈমাম হিসাবে সেবা প্রদান করবেন বলে জানান।
ঈদের জামাতের সবছেয়ে বড় জামাত অনুষ্ঠিত হল নবনির্মিত আটলান্টিক সিটি মুসলিম সেন্টারের প্রথম, দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায়। তিন তলা বিশিষ্ট মুসলিম সেন্টার অব আটলান্টিক সিটিতে প্রায় কয়েক সহস্রাধিক মুসল্লী একসাথে ঈদের নামাজ আদায় করেছেন। আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত পার্কিং আটলান্টিক এবং ফ্লোরিডা এভিনিউস্থ পার্কিং এবং আটলান্টিক এবং বেলভিউ এভিনিউস্থ পার্কিয়ে পার্ক করার ব্যবস্থা থাকায় মুসল্লীদেরকে এইবছর পার্কিয়ের কোন সমস্যায় পড়তে হয়নি। সকাল নয়টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শুরু হয় । প্রতিষ্ঠাতা ইকবাল হোসেনের মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার পর ঈদের নামাজের জামাত শুরু হয়।
মো: ইকবাল হোসেন জানান ইসলামিক সেন্টারের নীচ তলায় মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা এখানে ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে বিশ্বের সকল মুসলামানদের শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
এছাড়াও ঈদুল ফিতরের অন্যান্য জামাত অনুষ্ঠিত হয় আটলান্টিক সিটির মসজিদ আল তাকওয়ার তত্ত্বাবধানে স্থানীয় আরমারী সেন্টারে।সকাল নয়টায় আল তাকওয়ার জামাত শুরু হয় ।এছাড়াও সকাল নয়টায় আলহেরা মসজিদ, মসজিদ মোহাম্মদ এবং এবসিকন সিটির মসজিদ দারুস সালামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।