আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ১৩ই ডিসেস্বর, ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির মাসিক সাধারন সভা। আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউস্থ পিপলএন্ডটেক আইটি প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গত মাসে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব ইনস্টলেশন প্রোগ্রামের বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনার পাশাপাশি আয়-ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রারম্ভে ইনস্টলেশন প্রোগ্রাম সফলতার সাথে সম্পন্ন করায় লায়ন্স ক্লাবের সকল অফিসারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি লায়ন কনক রউথ এবং সেক্রেটারী আকবর হোসাইন।
সভায় আগামী ৩১ই জানুয়ারী আটলান্টিক সিটির ফেয়ার মাউন্ট এভিনিউস্থ পিপলএন্ডটেক আইটি প্রতিষ্ঠানের কার্যালয়ে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে আই স্ক্যানিং প্রজেক্টের আয়োজন করার জন্য দায়িত্বপ্রাপ্ত হন জিএলটি কোঅর্ডিনেটর ডিস্ট্রিক ১৬এল লায়ন কাজী শহিদুল ইসলাম লিটন। সভায় আরও উপস্থিত ছিলেন জোন চেয়ার-৩ লায়ন শ্রী পিন্টু রায়, প্রাক্তন সভাপতি লায়ন রহমান বাবুল এবং প্রাক্তন সভাপতি লায়ন ফারুক তালুকদার। আই স্ক্যানিং প্রোগ্রামের পর আগামী সামারের আগে কমিউনিটির জন্য নতুন নতুন প্রজেক্ট গ্রহন এবং লায়ন্স ক্লাবের সদস্য বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহন করা হয়।