ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিঁওর একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। যে ৫ শিশুর মৃত্যু হয়েছে তাদের সবার বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে। এতে আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে নগরীর ভুঁ-ওঁ-ভিলা এলাকার ওই ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেগাল্দ দাগমানা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সাততলা ভবনটির গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগার পর তা সারা ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে ফেলা হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসা ফুটেজগুলোতে এর আগে ভবনটির ওপর দিয়ে একটি বিশাল ঘন কালো ধোঁয়ার মেঘ ওপর দিকে উঠতে দেখা যাচ্ছিল।
প্রতিবেশী মোহাম্মদ লে পোগ্রে দে লিঁও সংবাদপত্রকে বলেছেন, “চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙ্গে যায়। আমরা ওই লোকদের সাহায্য করতে চেয়েছিলাম কিন্তু ধোঁয়া খুব ঘন ছিল। আমি মৃত এক নারীকে দেখেছি।”
আরেক প্রতিবেশী রিদা বলেছেন, “আমি আমার সন্তানকে স্কুলে যেতে বারণ করেছি। ওই ধরনের চিৎকারের শব্দ শুনে সে বেশ ভয় পেয়েছে, ওই চিৎকারগুলো ভয়ানক ছিল। আমার পা এখনও কাঁপছে।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী দাগমানা। তিনি বলেছেন, বেশ কয়েকটি সম্ভাবনা সামনে রেখে তদন্ত শুরু করা হচ্ছে। অগ্নিকাণ্ডের এ ঘটনা নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। প্রায় ১৮০ জন ঢায়ার সার্ভিসকর্মী ঘটনাস্থলে আছেন এবং তিনিও সেখানে যাচ্ছেন।