বাংলাদেশের আইন অঙ্গনের পরিচিত নাম অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। তিনি রাজশাহী ইউনিভার্সিটি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। সেই সঙ্গে উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি। বঙ্গবন্ধুর দৌহিত্র ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী যুথী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আইনজীবীদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া অ্যাডভোকেট যুথী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার।
অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী জানান, আমি দীর্ঘ সময় ধরে আইনজীবীদের সমস্যা ও সংকট নিরসনে কাজ করে যাচ্ছি। আইনজীবীরা তাদের কাজ যেন সহজে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে এবং তারা তাদের অধিকার থেকে যেন বঞ্চিত না হয়, এজন্য আমার সংগ্রাম। সাধারণ আইনজীবীদের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি।
তিনি আরও জানান, আমি আইনজীবীদের নিয়ে স্বপ্ন দেখি, সুন্দর একটা বারের স্বপ্ন দেখি। এই বারকে নিয়ে যেন গর্ববোধ করতে পারি। আমরা কালো কোট পরে যেন গর্ববোধ করতে পারি। পরবর্তী প্রজন্ম থেকে বলতে পারে, আমি ওনার মতো আইনজীবী হতে চাই। সুপ্রিম কোর্ট বারের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমি মনে করি, সুপ্রীম কোর্ট বারের সম্পাদক নির্বাচিত হলে প্রতিটি আইনজীবীর সঙ্গে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। সকল সমস্যার সমাধান হবে।