আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: ৯ই ডিসেম্বর,২০২২ শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটর গুলশান টেরেস পার্টি হলে অনুষ্ঠিত হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিবার্ষিকী এবং গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান। সংগঠনের সভাপতি এমলাক হোসেনের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ আশিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে নিউজার্সীর আটলান্টিক সিটির সুপরিচিত ব্যক্তিত্ব, প্রবাসী মুসলিম সমাজ বিনির্মানের দুই কারিগর, ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন এবং আবদুর রহিমকে সন্মাননা প্রদান করেছেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব ইউএসএ। বিপুল পরিমান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই সদস্যদের উপস্থিতে ইকবাল হোসেন এবং আবদুর রহিমকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডীন এবং পরিসংখ্যান বিভাগের প্রাক্তন শিক্ষক প্রফেসর ডঃ আবদুল করিম ।
বাংলাদেশের ফেনী জেলায় জন্মগ্রহনকারী ইকবাল হোসেন চট্রগাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮৮-১৯৮৯ শিক্ষাবর্ষে। পরিসংখ্যান বিভাগের মেধাবী ছাত্র ইকবাল হোসেন ১৯৯২ সালে অনার্স শেষ করেন।১৯৯৩ সালে পরিসংখ্যানবিভাগ থেকে মাষ্টার্স পরিক্ষায় প্রথম শ্রেনীতে ২য় স্থান অধিকার করেন। বিশ্ববিদ্যালয় জীবনে ইকবাল হোসেন চট্রগাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে নিবিড়ভাবে জড়িত থাকায় দেশে এবং প্রবাসে তার রয়েছে প্রচুর পরিচিতি। ইকবাল হোসেন রাজশাহী বিশ্ববিদালয়ের পপুলশান সায়েন্স বিভাগের প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন ১৯৯৬ সালে।
১৯৯৭ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্রগ্রামে বিবিএ ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসাবে যোগদান করেন। তিনি ২০০০ সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্টে স্বপরিবারে প্রবাসজীবন শুরু করেন । বর্নাঢ্য জীবনের অধিকারী ইকবাল হোসেন কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও তার মধ্যে অন্যতম হচ্ছে একে ট্রেড, আইআর কন্সট্রাকশান ইনক এবং একে কন্সট্রাকশান ইনক। এছাড়াও তিনি সিটি অফ আটলান্টিক সিটির জোনিং, প্ল্যানিং এবং ডেভেলেপমেন্ট বোর্ডের একজন সদস্য। সদস্য গ্রীন টীম সিটি অফ আটলন্টিক সিটির। ইকবাল হোসেন আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি, মসজিদ আল হেরা আটলান্টিক সিটি,নিউজার্সী এবং মুসলিম সিমেট্রি অফ আটলান্টিক কাউন্টির ,প্রতিষ্ঠাতা।
বাংলাদেশের ফেনী জেলার আরেক সুযোগ্য সন্তান মুহাম্মদ আবদুর রহিম । তিনি চট্রগাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে। হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মুহাম্মদ আবদুর রহিম ১৯৯০ সালে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেনীতে ৪র্থ স্থান অধিকার করেন।১৯৯২ সালে এম কম হিসাব পরিক্ষায় প্রথম শ্রেনীতে ২য় স্থান অধিকার করেন। মুহাম্মদ আবদুর রহিম রাজশাহী বিশ্ববিদালয়ে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সাল থেকে স্থায়ীভাবে যুক্তরাষ্টে প্রবাস জীবন শুরু করেন। মুহাম্মদ আবদুর রহিম এবং ইকবাল হোসেন আটলান্টিক সিটির ইসলামিক সেন্টার অফ আটলান্টিক সিটি, মসজিদ আল হেরা আটলান্টিক সিটি,নিউজার্সী এবং মুসলিম সিমেট্রি অফ আটলান্টিক কাউন্টি যৌথভাবে নির্মানের মাধ্যমে সাউথজার্সীতে বসবাসরত বাংলাদেশীসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের কাছে মুসলিম সমাজ বিনির্মানের অন্যতম কারিগর হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন।