আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ২৭ ডিসেম্বর, বুধবার জালালাবাদ এসোসিয়েশন অফ সাউথ জার্সির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব ২০২৩ । আটলান্টিক সিটির নিকটবর্তী এবসিকন সিটির ট্রভোলজ মোটেলের সুবিশাল হলরুমে অনুষ্ঠিত পিঠা উৎসবে যোগ দিয়েছিলেন বৃহত্তর সিলেটের শত শত সিলেটবাসী ছাড়াও সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাংলাদেশীরা।
জালালাবাদ এসোসিয়েশনের এই আয়োজনে ছিল লোকে লোকারন্য। সাউথ জার্সিতে বসবাসরত সকল অঞ্চলের বাংলাদেশীরা উপস্থিত হয়েছিলেন শীতের পিঠার স্বাদ নিতে।তবে অনুষ্ঠানে ছিল হরেক রকমের হাতে বানানো মজাদার পিঠা। ।তাছাড়া লোক সমাগম এত বেশী ছিল যে প্রায় অর্ধ শতাধিক লোক বাহিরে লবীতে অপেক্ষামান ছিল।
জালালাবাদ এসোসিয়েশন অফ সাউথ জার্সির পিঠা উৎসব বলা হলেও এটি ছিল বাংলাদেশীদের মিলন মেলা। কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দয্য বাড়িয়ে দেয় অনেকগুন।
জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান করেন উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম টফি কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জালালাবাদ এসোসিয়েশনের সকল নেতাকর্মী এবং সদস্যদের পরিবাবর্গ অংশগ্রহন করায় পুরো অনুষ্ঠানস্থল ছিল জমজমাট। নেতৃবৃন্দের বক্তব্যের পররপরই শুরু হয় নতুন কমিটির পরিচিতি। এরপরই শুরু হয় সিলেটি এবং অনুষ্ঠানে উপস্থিত মহিলাদের পিঠা খাবার পর্ব।অনুষ্ঠানে উপস্থিত অতিথীদের কাছে পিঠা পৌঁছে দেন জালালাবাদ এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
জালালাবাদ এসোসিয়েশন অব অফ সাউথ জার্সির সাধারন সম্পাদক সৈয়দ শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারণ সম্পাদক সৈয়দ শহীদ ট্রাস্টি বোর্ড সদস্য মো: আজিজুল ইসলাম ফেরদৌস,মোঃ মজিবুর রহমান (শুয়েব). অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম ওসমানী,সৈয়দ গোলাম কিবরিয়া আব্দুল হাকিম, আব্দুল মুনিম,পাপলু চৌধুরি ,মুহিবুর চৌধুরি মোঃ আবুল বাসার, মোঃ হাফিজুর রহমান, মোঃআব্দুল হামিদ,মোহাম্মদ কালাম, সায়েম আহমেদ,:সবুর মিয়া ,মোঃ সেরুজ্জামান সজল ,মো: সুজেল আহমেদ,মো: রিপন মিয়া, রানা দাশ, সাঈদ দোহা,মোহাম্মদ মনিরুজ্জামান, আসিফ আনোয়ার ,ফাহাদ হোসেন প্রমুখ। সিলেটের বাউল শিল্পী মাসুম বাউল এবং আসিফ আনোয়ারের সংগীত পরিবেশনা ছিল মনোমুগ্ধকর।
সুন্দর এই পিঠা উৎসব আয়োজনের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচছা জানান উপস্থিত সকল নেতৃবৃন্দ। ডিনার পরিবেশনের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাষ্টার্স এলামনাই এসোসিয়েশন সভাপতি আকবর হোসাইন,আটলান্টিক সিটি ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠাতা ইকবাল হোসেন এবং আবদুর রহিম, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান এবং সাধারন সম্পাদক সোহেল আহমেদ,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল বিএনপি অব নিউজার্সী সাউথের সভাপতি এবং বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাউছার, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, আসাল নিউজার্সী চেপ্টারের সভাপতি ফারুক হোসেন, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ এবং কমিউনিটি নেতা আহসান হাবিব, বাংলাদেশী আমেরিকান এলাইন্স অব নিউজার্সীর সাধারন সম্পাদক সাঈদ দোহা বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির প্রাক্তন সভাপতি কাজী লিটনসহ জালালাবাদ এসোসিয়েশনের অসংখ্য নেতৃবৃন্দ।