আটলান্টিক নিউজ ডেস্ক: ১৬ই ডিসেম্বর ছিল জন্মভূমি বাংলাদেশের বিজয় দিবস। জন্মভূমি বাংলাদেশের বিজয় দিবস যুক্তরাষ্ট্রের মাটিতে উদযাপন করার মজাই আলাদা ।
গত ১৬ই ডিসেম্বর,২০২৩ শনিবার বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সন্মানিত লায়ন সদস্যবৃন্দ নিউজার্সীর এবসিকন সিটির জন ডি ইয়ং মেমোরিয়াল ব্লাইন্ড সেন্টারের বিশাল হল রুমে উদযাপন করেন জন্মভূমি বাংলাদেশের বিজয় দিবস।
বাংলাদেশীদের সাথে যোগ দিয়েছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ১৬ এল এর ফাস্ট ভাইস ডিস্ট্রিক গভর্নর লায়ন টেরি রসিঅক, জিএসটি কো-অর্ডিনেটর ক্লিয়ারেন্স ব্রাউন, জিএমটি কো-অর্ডিনেটর বব ফ্রিডেলসহ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ১৬ এল এর অন্যান্য ক্লাব সমুহের লায়ন্স সদস্যবৃন্দ।বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির লায়ন্সদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন কনক রউথ, সাধারন সম্পাদক আকবর হোসাইন, কোষাধক্ষ্য লায়ন শ্রী পিন্টু রয়, লায়ন আবদুর রফিক, লায়ন কাজী ইসলাম লিটন, লায়ন ফারুক তালুকদার,লায়ন ইসরাত জাহান, লায়ন জয়া রয় এবং লায়ন নিবেদিতা রাউথ।