আটলান্টিক সংবাদ ডেস্ক: ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির উদ্যোগে গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল “ফ্যামিলি নাইট” শিরোনামে শিশু কিশোদের জন্য ইসলামিক জ্ঞান আহরনের একটি সুন্দর এবং প্রানোজ্জল অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মুসলিম মসজিদ ইন ফিলাডেলফিয়ার নির্বাহী পরিচালক এবং কুরআন, আরবী এবং রিপ্লেকশান ইনস্টিউটের সভাপতি ডঃ তাহির ওয়াত এবং মোটিভেশনাল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আহমেদ জাহাদুল আনোয়ার।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি “ফ্যামিলি নাইট” অনুষ্ঠানের মাধ্যমে সাউথজার্সীতে বসবাসরত কয়েক শতাধিক শিশু-কিশোদের সাথে শক্তিশালী পরিবারক বন্ধন তৈরী এবং ইসলামিক জ্ঞান প্রসারে এক ধাপ এগিয়ে গেল। প্রতিবছর ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সাউথজার্সীতে বসবাসরত মুসলিম বাংলাদেশী ছেলেমেয়েরা ইসলামিক জ্ঞানের অভাবে অথবা দেশীয় সংস্কৃতির কোন অনুষ্ঠান না হওয়ায় আমেরিকানদের সাথে বড় দিনের উৎসবে মেতে উঠতো।
যুক্তরাষ্টে জন্ম নেয়া এবং বেড়ে উঠা এসকল ছেলেমেয়েদেরকে বড়দিন কি, কেন এবং কাদের জন্য অনুষ্ঠান এ সকল বিষয়ে ধারনা দেয়া ছিল খুবই সময়োপযোগী পরিকল্পনা। আমেরিকায় মুসলিম তরুণদের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক মুসলিম শিশু-কিশোর। আলোচনা অনুষ্ঠানের বক্তারা যুক্তরাষ্টের ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হওয়ায় যুক্তরাষ্টে বেড়ে উঠা ছেলেমেয়েদের কাছে তাদের বক্তব্য বুঝা এবং গ্রহন করা ছিল খুবই সহজ। মাগরিবের নামাজের পর শুরু হওয়া অনুষ্ঠানটি চলতে থাকে রাত আটটা পর্যন্ত। ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটির প্রতিষ্ঠাতা ইকবাল হোসাইন এবং আবদুর রহিম জানান আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার শিশু কিশোদের জন্য আরেকটি ইসলামিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন আটলান্টিক সিটি মসজিদ আল তাকওয়ার প্রাক্তন ঈমাম তৌফিক আজিজ ।তারা বলেন যুক্তরাষ্ট্রে বেড়ে উঠা যুব সমাজের মাঝে সঠিক ইসলামিক জ্ঞান প্রদানের জন্য তাদের প্রতিষ্ঠানটি ভবিষ্যতে নিরলসভাবে কাজ করে যাবে।