আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক: গত ১২ ই ডিসেম্বর, ২০২২ সোমবার সন্ধ্যা ছয়টায় সাউথজার্সীর বিখ্যাত নিজাম রেস্টুরেন্ট এর বলরুমে আটলান্টিক সিটির নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোসকে এশিয়ান আমেরিকান সোসাইটি অফ আটলান্টিক সিটির পক্ষ থেকে বিপুল সংবর্ধনা প্রদান করা হয় । অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত পাকিস্তান ও ভিয়েতনাম সহ সাউথ এশিয়ার বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আটলান্টিক সিটির নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোসকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন এশিয়ান আমেরিকান সোসাইটি অফ আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক বিনোদ কুমার ভল্লা। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশ প্রধানকে শুভেচ্ছা জানান সংগঠনের বোর্ড অফ ডিরেক্টর সাংবাদিক আকবর হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শাহিন।
অনাড়ম্বর এই অনুষ্ঠানে আটলান্টিক সিটির পুলিশ চীফ জেমস সারকোস আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন আটলান্টিক সিটির সবছেয়ে বড় সৌন্দয্য হচ্ছে বিভিন্ন জাতি,ধর্ম এবং বর্নের সংমিশ্রনে যে বৈচিত্র্য সৃষ্টি হয়েছে তা সমগ্র যুক্তরাষ্ট্রের মধ্যে আটলান্টিক সিটিকে একটি ব্যতিক্রমধর্মী সিটি হিসাবে মর্যাদা দিয়েছে।তিনি বলেন সাউথ এশিয়ান বিশেষ করে বাংলাদেশ,পাকিস্তান এবং ইন্ডিয়ানরা আটলান্টিক সিটির উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে যাচ্ছেন কারন তারা পরিশ্রমী, নিষ্ঠাবান এবং ন্যায়পরায়ন। তিনি বলেন আটলান্টিক সিটির সাউথ এশিয়ানদেরকে সার্বিকভাবে সহযোগিতার জন্য আটলান্টিক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সবসময় সচেষ্ট। কমিউনিটিকে সহযোগিতার জন্য আটলান্টিক সিটি পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ অফিসার সূমন,মজমুদার এবং পুলিশ অফিসার শাহসহ আরো কয়েকজনকে নিয়োগ দেয়ার কথা তিনি উল্লেখ করেন। তিনি যেকোন সমস্যা সমাধানে সরাসরি তার সাথে অথবা পুলিশ অফিসার সূমন,মজমুদার এবং পুলিশ অফিসার শাহ এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান ।
প্রভীন বিগের উপস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সাউথ এশিয়ার প্রায় অর্ধশতাধিক প্রবাসী এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এশিয়ান আমেরিকান সোসাইটি অফ আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হয়ে উপস্থিত থাকার জন্য পুলিশ চীফ জেমস সারকোস এবং তার পরিবারবর্গকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
সংগঠনের বোর্ড অফ ডিরেক্টর আকবর হোসেন বলেন আটলান্টিক সিটির পুলিশ চীফ হিসাবে জেমস সারকোসকে নিয়োগ দেয়ার পর থেকে আটলান্টিক সিটির পুলিশ এবং এশিয়ান আমেরিকানদের মধ্যে যে সেতুবন্ধন তৈরী হয়েছে তা সত্যিই প্রশংসার দাবীদার।তিনি এশিয়ান আমেরিকানদের সাথে এই সেতুবন্ধন তৈরী জন্য পুলিশ চীফ জেমস সারকোসকে বিশেষভাবে ধন্যবাদ জানান। সুমন মজুমদার এবং বিনোদ কুমার ভল্লার তত্ত্বাবধানে ডিনার পরিবেশনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।