আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক:পহেলা জানুয়ারি থেকে বেতাগী বরিশাল ঢাকা সরাসরি বাস সার্ভিস চালুর মাধ্যমে বরগুনা জেলার বেতাগীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। দক্ষিণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘ দুই যুগে আমুল পরিবর্তন সাধিত হলেও বরগুনা জেলা নদীমাতৃক অঞ্চল হাওয়ায় বেতাগীবাসী তার সূফল পায়নি কখনো। তার মধ্যেও বিভিন্ন এলাকার বাস মালিক সমিতির কারসাজির কারণে এলাকাবাসীর স্বপ্ন বাস্তবায়ন করা ছিল দুঃসাধ্যকর। কিন্তু এই দুঃসাধ্যকর কাজকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন বেতাগী উপজেলার উপজেলা চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফুরকান ও বেতাগী পৌরসভার মেয়র জনাব এবিএম গোলাম কবির।
তাদের দুইজনের এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদিক আব্দুল্লাহর সহযোগিতায় বর্তমানে বেতাগী বরিশাল ঢাকা সরাসরি বাস সার্ভিস চালুর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুত এগিয়ে যাচ্ছে । এই প্রকল্পের শুভ উদ্বোধন করা হবে আগামী পহেলা জানুয়ারি। বেতাগী বাস স্ট্যান্ড থেকে সকালে তিনটি বাস বরিশাল হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং তিনটি বাস প্রতিদিন সকালে ঢাকা থেকে ছেড়ে বিকেলে বেতাগীতে পৌঁছবে বলে জানিয়েছেন বেতাগী উপজেলার চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান এবং বেতাগী পৌরসভার মেয়র জনাব এবিএম গোলাম কবির ।
মাকসুদুর রহমান ফোরকান এবং এবিএম গোলাম কবির সবাইকে এই রুটে স্বাচ্ছন্দে চলাচল করার জন্য অনুরোধ জানান এবং বেতাগী উপজেলার কর্মকর্তাদের পক্ষ থেকে বেতাগীবাসীকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।