মোহাম্মদ শাহীন :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আবুল হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
গত ২৫ শে অক্টোবর বুধবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম আবুল হোসেন ১৯৫১ সনে মাদারীপুরে জন্মগ্রহণ করেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রথম সারির নেতা এববং স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন।
আবুল হোসেন ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ৩ আসন থেকে প্রথমবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।এছাড়াও সপ্তম অষ্টম ও নবম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
আবুল হোসেন সফলতার সাথে ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন এবং যোগাযোগমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় তিনি ব্যাপক উন্নতি সাধন করেন বিশেষভাবে রাস্তাঘাট ও স্কুলের ভবন নির্মাণে তার অবদান ছিল অপরিসীম।
তিনি স্ত্রী দুই মেয়ে সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশ-বিদেশের বহু রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন বিশেষভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন, সহ-সভাপতি মোঃ আব্দুল হাই মিয়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিকমোহাম্মদ শাহিন সহ অগণিত নেতাও কর্মীবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।