আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ১৭ অক্টোবর,২০২৩ বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সৈয়দ মোঃ কাউছারের সভাপতিত্ত্বে এবং সাধারন সম্পাদক সাঈদ মুহাম্মাদ দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ২৪ অক্টোবর ২০২৩ মূলধারার রাজনীতিবিদদের সাথে বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সদস্যদের” মিট এন্ড গ্রিট” অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়াও সংগঠনের বাই-লজ কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ পাহলভী নতুন বাই-লজের উল্লেখযোগ্য অংশটুকু উপস্থিত ব্যক্তিবর্গের সামনে তুলে ধরেন মূলধারার রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দকে আমন্ত্রনের সিদ্ধান্ত গৃহিত হয়।