আটলান্টিকসংবাদ নিউজ ডেস্ক:আজ ১৭ অক্টোবর,২০২৩ আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের সাথে বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক সাঈদ আবু দোহার নেতৃত্বে সংগঠনের ১০ সদস্যের প্রতিনিধি দল সিটি হলের কন্ফারেন্স রুমে সংক্ষিপ্ত এই সভায় মিলিত হন।সভাপতি সৈয়দ মোঃ কাউছার উপস্থিত সদস্যবৃন্দকে মেয়র মার্টি স্মলের সাথে পরিচয় করিয়ে দেন এবং আগামী ২৪ অক্টোবর,২০২৩ বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর সভায় অতিথী হিসাবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানান।
মেয়র সাদরে আমন্ত্রন গ্রহন করেন এবং সভায় উপস্থিত থাকবেন বলে জানান। আজকের সাক্ষাৎকার পর্বটি ছিল বাংলাদেশী আমেরিকান এলাইন্স অফ নিউজার্সীর নেতৃবৃন্দের জন্য খুবই গুরুত্বপূর্ন। কারন সংগঠনটির গঠন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে সিটির দুইটি সংগঠন নতুন সংগঠনকে মেয়র বিরোধী সংগঠন হিসাবে প্রচারনা চালিয়ে আসছিল।
যদিওবা সংগঠনটি গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতির সাথে বাংলাদেশীদের সম্পৃক্ততা বৃদ্ধি , রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশীদেরকে ক্ষমতায়নে সহযোগিতা করা এবং মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি করার উদ্দ্যেশে।