আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। গত কয়েকদিনের ব্যবধানে কিছু কিছু পণ্যের দাম কমলেও বেশির ভাগ পণ্যের দাম বেড়েছে ১০-২০ টাকা পর্যন্ত। এতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। অন্যদিকে দাম বেশির কারণে বিক্রি কম হওয়ায় খুশি নন বিক্রেতারাও।
শুক্রবার (১৩ অক্টোবর) সরেজমিনে রাজধানীর কাওরান বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪৪ টাকা দরে, পটল ৭৫-৮০ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা। তবে পেঁয়াজের দাম একটু কমলেও সঠিক দাম নিয়ে কথা বলতে চান নি বেশির ভাগ ব্যবসায়ী।
এদিকে এক দিনের ব্যবধামে ২৫ টাকা বেড়েছে শিমের দাম। বাজারে ১ কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ টাকা। যা গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা দরে৷ শিমের মত আগুন লেগেছে বেগুনেও, খুচরা বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজি বেগুনে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত।