টার্গেটটা বড় ছুঁড়তে না পারলেও বল করতে নেমে ভারতকে ভয় পাইয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় সাজঘরের পথ ধরিয়েছিল ভারতের তিন টপ-অর্ডার ব্যাটারকে। এরপর সুযোগ ছিল কোহলিকে ফিরিয়ে ভারতীয় ব্যাটিং স্তম্ভ গুড়িয়ে দেওয়ার। সহজ সেই সুযোগটা লুফে নিতে পারেনি মার্শ। ওই ভুলের খেসারত ম্যাচের বাকিটা সময় দিয়েছে দলটি। বিপরীতে ভুল থেকে শিক্ষা নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বড় জয়ে আসর শুরু করেছে রোহিত শর্মার দল।
অস্ট্রেলিয়াকে ১৯৯ রানে বেধে ফেলে ভারত চলতি আসরের প্রথম জয় তুলেছে ৫২ বল ও ৬ উইকেট হাতে রেখে। জয়ের পথে ৮৫ রান আসে কোহলির ব্যাট থেকে। লোকেশ রাহুল করেছেন অপরাজিত ৯৭ রান।
এর আগে চেন্নাইতে এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ভারতের স্পিন বিষে নীল হয়েছিল অজিরা। জাদেজা-কুলদীপরা অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছিল ১৯৯ রানে। ৪৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে স্টার্কের ২৮ রানের সুবাদে ভারতকে ২০০ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৪১ রান। স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৪৬ রান।