বাণিজ্য মন্ত্রণালয়ের আলু, ডিম ও পেঁয়াজের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হয়নি মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, ভোক্তা অধিকারসহ বাণিজ্য মন্ত্রণালয় বেঁধে দেওয়া পণ্যের দাম কার্যকর করতে চেষ্টা চালাচ্ছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুরে ৩ দিনের সফরে এসে নগরীর সাগরপাড়াস্থ নিজ বাসভবন প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি ব্যয় বাড়ার সাথে সাথে, শতকরা ১০ ভাগ রফতানি আয়ও বেড়েছে। তবে গত মাসে রেমিট্যান্স কম আসায় একটু সমস্যা হচ্ছে।
এরপর বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় কাউনিয়া-পীরগাছায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।