আটলান্টিক সংবাদ ডেস্ক :যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট চিকিৎসক ডঃ মাসুদুল হাসান গত ৬ই সেপ্টেম্বর ২০২৩ বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কে আওয়ামী লীগের নির্ধারিত এককর্মী সভায় যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং বর্তমানে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার এই দুর্ঘটনার সংবাদে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পরিবার ভীষণভাবে মর্মাহত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া ও প্রার্থনার আবেদন করেছেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ডঃ সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও আওয়ামী লীগের অন্যতম নেতা হিল্লাল কাদের বাপ্পা, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বি আলম, সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ মঈনুদ্দিন,যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহিন,,সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শওকত শিমুল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।