আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ২২ আগষ্ট ২০২৩ যক্তরাষ্ট্রের নিউজার্সীতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির জুবেনাইল ডায়াবেটিস সচেতনতা রেলী (Juvenile Diabetes Awareness Rally) এবং মিলন মেলা। প্রায় শতাধিক বাংলাদেশীর উপস্থিতিতে এই ওয়াক ফর লাইফ শিরোনামে জুবেনাইল ডায়াবেটিস সচেতনতা রেলীর মাধ্যমে বিশ্ব ব্যাপী শিশু-কিশোরদের মাঝে ডায়াবেটিকস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আওতাদীন ক্লাবসমূহ এই রেলীর আয়োজন করে থাকে। এই রেলীতে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সদস্য ছাড়াও প্রায় অর্ধশতাধিক বাংলাদেশী অংশগ্রহন করেছিলেন । নিউজার্সী ষ্টেটের লেইক লেনেপী পার্কের এক প্রান্ত থেকে শুরু হয়ে রেলীটি অন্য প্রান্তে গিয়ে শেষ হয়। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির ভিন্নধর্মী এই আয়োজনে উপস্থিত সকলেই আনন্দের সাথে যোগ দিয়েছিলেন। উপস্থিত লায়ন সদস্য এবং অতিথীদের কাছে লায়ন্স ক্লাবের লগো সম্বলিত শার্ট প্রদানের মাধ্যমে শুরু হয় দিনটি। বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বর্তমান সভাপতি লায়ন কনক রাউথ এবং সাধারন সম্পাদক লায়ন আকবর হোসাইন রেলীর উদ্ভোধন করেন।রেলীর প্রারম্ভে লায়ন্স ক্লাবের টি-শার্ট প্রদান করা হয় এবং আয়কৃত অংশ ক্লাবের ফান্ড রাইজিংয়ের অংশবিশেষ বলে জানান আয়োজকবৃন্দ।
এরপরই শুরু হয় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলা। বিশ্বব্যাপী মানব কল্যানে নিয়োজিত লায়ন্স ক্লাবের মিলন মেলা মানেই যুক্তরাষ্ট্র্রের নিউজার্সী ষ্টেটের বাংলাদেশীদের কাছে ভিন্ন আমেজে দিন কাটানো। সচরাচর অন্যান্য সংগঠনের মত মিলন মেলা হয় না লায়ন্স ক্লাবে। তাই সন্মান এবং গৌরবের সাথে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির বার্ষিক মিলন মেলায় আমন্ত্রিত অতিথীরা অংশগ্রহন করে থাকেন। সকাল দশটা থেকে শুরু হওয়া নাস্তার পর্ব শুরু হয় লায়ন মোজাহের আলীর রান্না করা আলুর দম, ডাল পুরী, ডোনাটর্স, এবং আরও তিন রকমের সুস্বাধু মিষ্টি জাতীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে। সকালের নাস্তার পরিমান এত বেশী ছিল যে অনেক অতিথীকে বলতে শোনা যায় বিকেল চারটায় লাঞ্চ পরিবেশনের জন্য। দুপুর দুটায় লায়ন কাজী লিটন, লায়ন মোহাম্মদ রহমান বাবুল, লায়ন ফারুক তালুকদার এবং লায়ন পিন্টু রয়ের সার্বিক তত্ত্বাবধানে শুরু হয় ছেলেদের ১০০ মিটার এবং মেয়েদের মার্বেল দৌড়। তারই মাঝে সবাইকে সঙ্গীত পরিবেশন করে মাতিয়ে রাখেন স্থানীয় সংগীত শিল্পী শিউলী এবং লায়ন কাজী লিটন।
বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি নিউজার্সীর বাংলাদেশীদের মধ্যে সবছেয়ে পুরানো এবং অন্যতম জনপ্রিয় সংগঠন। বাংলাদেশীদের কল্যানে নিয়োজিত এই সংগঠনটি ইতিমধ্যে ২৫ বছর অতিক্রম করেছে। দীর্ঘ ২৫ বছরের পথ চলার সাথী হয়ে যে সকল লায়ন্স সদস্যবৃন্দ সংগঠনটিকে টিকিয়ে রেখেছেন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সে সকল সদস্যদেরকে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সন্মানা প্রদান করা হয়। এই পর্বে সংগঠনের সভাপতি লায়ন কনক রাউথ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আপনাদের সঠিক নির্দেশনায় বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটি দীর্ঘ ২৫ বছর সুনামের সাথে তার কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হয়েছে তাই আজ এই মিলন মেলায় আপনাদেরকে সন্মানীত করতে পেরে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অব আটলান্টিক সিটির সকল সদস্য গর্বিত। এই পর্বে লিডারশীপ এওয়ার্ড প্রদান করা হয় লায়ন আবদুর রফিক, লায়ন মোহাম্মদ রহমান বাবুল, লায়ন কাজী লিটন, লায়ন ফারুক তালুকদার, লায়ন মোহাম্মদ হোসেন জনী, লায়ন তানিম চৌধুরী এবং লায়ন শী পিন্টু রয়কে। দীর্ঘ ২৫ বছরে লায়ন্স ক্লাবের এই ৭ জন সদস্য সভাপতির দায়িত্বে ছিলেন এবং সংগঠনের সার্বিক কর্মকান্ডে প্রচুর ভুমিকা রেখেছেন। এছাড়াও সাংগঠনিক কর্মকান্ডে অভুতপূর্ব ভূমিকা রাখার জন্য লায়ন মোজাহের আলীকে বিশেষ সন্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
বিকেল চারটায় শুরু হয় স্থানীয়ভাবে রান্না করা সুস্বাধু খাবার পরিবেশন। খাবার শেষে বিকেল পাঁচটা থেকে ৭টা পর্যন্ত চলতে থাকে বিভিন্ন ধরনের খেলাধূলার আয়োজন। সবশেষে পুরুষ্কার বিতরনী এবং রেফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় মাস্টার্স এলামনাই এসোসিয়েশন সভাপতি লায়ন আকবর হোসাইন, বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন, নিউজার্সী স্টেট বিএনপি সাউথের সভাপতি সৈয়দ মোঃ কাউছার এবং সাধারন সম্পাদক লায়ন রহমান বাবুল,বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি লায়ন জহিরুল ইসলাম বাবুল এশিয়ান এমিরিকান সোসাইটি অব আটলান্টিক সিটির সভাপতি সুমন মজুমদার, লোকাল ফিফটি ফোর অর্গানাইজার ফারুক হোসাইন, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের প্রাক্তন ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, আটলান্টিক সিটির ফিফথ ওয়ার্ড কাউন্সিলম্যান আনজুম জিয়া, জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক সৈয়দ শহীদ,সাঈদ রামীম ইন্সুরেন্স এজেন্সীর প্রধান নির্বাহী লায়ন সৈয়দ রামীম, কমিউনিটির অন্যতম পরিচিত মূখ মিরাজ খান, রেজা, আমিন, মারুফ, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর ভূইয়া, জাহাঙ্গীর তালুকদার,ইউসূফ, অতশী এবং কাজল বড়ই, মাসুক তালুকদার, লায়ন সেলিম, এবং হাসানসহ আরও অনেকে।