আটলান্টিক সংবাদ ডেস্ক: বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ১১.১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আকষ্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৭৫’ এর পরবর্তী সময়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম উচ্চারন করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ১৯৮১ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশে ফেরার পর যারা তাকে সহযোগিতা করেছিলেন তাদের অন্যতম ছিলেন ডা. এস এ মালেক। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হিমঘরে রাখা হয়েছে। বুধবার (০৭ ডিসেম্বর) সকালে দাফনের সিদ্ধান্ত হবে। ডা. এস এ মালেকের শেষ ইচ্ছে ছিল বুদ্ধিবীজী কবরস্থানে যেন তাকে দাফন করা হয়। এস এ মালেক মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাʼর প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। এদিকে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেকের মৃত্যুতে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ রাব্বী আলম,সাধারন সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহীন।