আটলান্টিক সংবাদ নিউজ ডেস্ক:গত ১৬ই আগষ্ঠ, ২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল চট্রগ্রাম সমিতি অব নিউজার্সীর বার্ষিক বনভোজন।নিউজার্সীর এষ্টেল মেনর ষ্টেট ফরেষ্টের মনোরম ছায়াঘেরা পরিবেশে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী এই বনভোজনে ঊপস্থিত হয়েছিলেন নিউজার্সীর সাউথজার্সীতে বসবাসরত প্রায় অর্ধ সহস্রাধিক প্রবাসী
এবারের পিকনিকের আহবায়ক ছিলেন নুর মোহাম্মদ। এছাড়াও বিপ্লব দাশ, ,মোঃ জাফর, মোহাম্মদ কবির, মোঃ বখতিয়ার, আমিন খান, মোঃ ইকবাল হোসেন,মামুনুর রশিদ, উপদেষ্ঠা সৈয়দ মোঃ কাউছার, আবদুর রফিক ,আকতার কামাল, আবদুল হালিম খান এবং মিল্টন চৌধুরী, ফারুক তালুকদার, আবদুর রহিম,রফিক উদ্দিন রোমেল, মোঃ রিয়াজ, কুতুব উদ্দিন ইমরান, রেজাউল করিম, মোঃ মোস্তফা, এইম এইচ রেজা, নাজিম উদ্দিন, জুলন পাল, ওবাইদ চৌধুরী এবং এনামুল হকের সার্বিক তত্তাবধানে অনুষ্ঠিত পিকনিকের অতিথীর সংখ্যা ছিল গতবারের তুলনায় সীমিত।গতবারের অভিজ্ঞতাকে সুন্দরভাবে কাজে লাগানো এবং সমন্বয়ের মাধ্যমে দাওয়াত দেয়ার কারনে পুরো পিকনিকস্থলে ছিল না গতবারের ন্যায় অস্বাভাবিক ভীড়। এছাড়াও ফিলাডেলফিয়া সিটি এবং নিউইর্য়ক সিটি থেকে যোগ দেয়নি শতশত আমন্তিত অতিথী।
দুপুর ১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত বৃষ্টির কারনে সম্ভব হয়নি বিভিন্ন খেলাধূলার আয়োজন করা। সময় মত খাবার পৌছে যাওয়ায় এই সময়ের খাবারের কাজটি সেরে ফেলেন উপস্থিত সবাই। একদিকে চলছিল সংগীত শিল্পী জলি দাসের সংগীত পরিবেশনা অন্যদিকে চলছিল খাবার পরিবেশন। গতবারের খাবারের সংকটের কথা মনে রেখে খাবার পরিবেশনকারীদেরকে দেখা যায় অধিক হারে খাবার পরিবেশন করতে এবং উপস্থিত সবাইকে খাবারের ব্যাপারে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করতে। মহিষখালীর পান সুপারী থেকে শুরু করে চমুচা, সিংগারা বাচ্চাদের জন্য চিপসের পাশাপাশি ব্যবস্থা ছিল প্রচুর পরিমান তরমুজের। এবার আয়োজকদের সকল পরিশ্রম ছিল স্বার্থক।
বিকেল চারটায় শুরু হয় খেলাধূলার পর্ব । ছোট বড় ছেলেমেয়েদের খেলাধূলার পাশাপাশি পুরুষদের ফুটবল খেলা এবং স্বামী-স্ত্রীর একপ্রান্ত থেকে বল ছুড়ে অন্য প্রান্তে বল বাকেটে ধরার পর্বটি ছিল খুবই উপভোগ্য। গত কয়েক বছর ধরে স্বামী-স্ত্রীর এই খেলাটি নিউজার্সীতে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
মাইক্রোফোন হাতে ব্যস্ত ছিলেন দুই উপদেষ্ঠা সৈয়দ মোঃ কাউছার এবং আবদুর রফিক। সৈয়দ মোঃ কাউছার আপ্যায়ন এবং খেলাধুলার অংশগ্রহনের ব্যাপারে বারবার তাগিদ দেন এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান আবদুর রফিক আমন্ত্রন জানান এসোসিয়েশনের “ব্যাক টু স্কুল এবং বারবাকিউ পার্টির ।
সর্বশেষ পর্ব ছিল রেফেল ড্র এবং পুরুষ্কার বিতরনী।অনুষ্ঠানের আহবায়ক এবং কর্মকর্তারা পিকনিকে অংশগ্রহনের মাধ্যমে এবারও পিকনিকে সাফল্যমন্ডিত করার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।