চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা আগামী ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় দিয়ে শুরু হবে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
শনিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ।
তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় দিয়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ শুরু হবে। বাংলা ও ইংরেজি বিষয়ের পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
পূর্ব ঘোষিত রুটিনের অন্যান্য বিষয়ের তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও তিনি জানান।
এর আগে শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্যার কারণের চট্টগ্রামসহ তিন বোর্ডে এইচএসসি সমমান পরীক্ষা ১০ দিন পিছিয়ে ২৭ আগস্ট থেকে শুরু হবে বলে জানানো হয়।