আটলান্টিক সংবাদ ডেস্ক : দীর্ঘ অর্ধ যুগ সামাদ আজাদ সফলভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার পর গত ৬ আগস্ট,২০২৩ বাংলাদেশ আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ঐতিহাসিক ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের বহু ত্যাগী ভারপ্রাপ্ত নেতাদের ন্যায় ৬ আগস্ট থেকে ভারমুক্ত হয়েছেন জনাব সামাদ আজাদ। উক্ত ঘোষনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সকল নেতাকর্মীদেরকে অবহিত করেছেন যে জনাব আব্দুস সামাদ আজাদ বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পরিবর্তে পূনাঙ্গ সাধারণ সম্পাদক।
জনাব সামাদ আজাদ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার এই ঐতিহাসিক ঘোষণার জন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের গনতন্ত্র বিরোধী জামাত-বিএনপির ষড়যন্ত্রকে প্রতিহত করাই হবে আমার মূল লক্ষ্য। তিনি বলেন এই ঘোষণার প্রেক্ষিতে উল্লাসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।
তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানরত সকল পূর্ণাঙ্গ পদ অর্জনকরীদের উদ্দেশ্যে বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং বিভিন্ন ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দেয়ার জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান জানান।তিনি আরও বলেন বিভিন্ন অঙ্গরাজ্যের ত্যাগী পরীক্ষিত ও অবহেলিত নেতাকর্মীরা যুগ যুগ ধরে বঙ্গবন্ধুর আদর্শকে তাদের বুকের মধ্যে লালন পালন করে আসছেন এবং আড়ালে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সর্বক্ষণ অতন্ত্র প্রহরীর মত কাজ করে যাচ্ছেন কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু লোভী নেতাদের অর্থের লোভ আর ষড়যন্ত্রের শিকার হয়ে অবমূল্যায়িত হয়েছেন তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে জননেত্রী শেখ হাসিনারএই সিদ্বান্তের মাধ্যমে।
এদিকে জনাব সামাদ আজাদ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীদের প্রত্যাশা অনেক বেশী বৃদ্ধি পেয়েছে। তারা আশা প্রকাশ করছেন আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে আওয়ামী লীগের বর্তমান ঝিমিয়ে পড়া অবস্থা থেকে পরিত্রাণ পাবে এবং অবসান হবে সকল ষড়যন্ত্রের। আর সঠিক মূল্যায়ন পাবে ত্যাগী নেতা ও কর্মীরা, পরাজিত হবে জামাত শিবির ও বিএনপি’র এজেন্ডা বা্স্তবায়নে সহযোগীতাকারী নেতারা।জনাব সামাদ আজাদ জামালপুরের সরিষা বাড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম।আওয়ামী লীগ ও স্বাধীনতার পক্ষের সর্বস্তরের মানুষ মনে করে সামাদ আজাদের মত সৎ নির্ভীক ও বলিষ্ঠ কণ্ঠস্বর সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দেশ ও প্রবাসের মানুষের উন্নতি সাধনে বিশেষ ভূমিকা রাখতে পারবেন।