বছরের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন পাঠান দিয়ে। এবার শাহরুখ খানের জাওয়ান আসার অপেক্ষায় মুখিয়ে আছে দর্শক। সোমবার ৩১ জুলাই প্রকাশ্যে এলো পাঠানের নতুন গান ‘জিন্দা বান্দা’। গানটি তিনটে ভাষায় প্রকাশ পেয়েছে। হিন্দি ছাড়াও তামিলে ‘ভান্দা এদম’ এবং তেলেগুতে ‘ধুম্মে ধুলিপেলা’।
গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল।
শাহরুখের নাচ যাদের পছন্দ, তাদের প্রিয় হতে চলেছে ‘জিন্দা বান্দা’। কারণ এই গানে শাহরুখকে পাওয়া গেল পুরোপুরি ডান্সিং মুডে। কোরিওগ্রাফি করেছেন শোবি পলরাজ। হাজারেরও বেশি নারী নৃত্যশিল্পীর সামনে শাহরুখ সেই চেনা অবতারে। কিং খানের সঙ্গে এই গানে দেখা মিলল সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামনির।