আটলান্টিক সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কঠিন পরিশ্রমের মাধ্যমে সৎ উপায়ে যারা উপার্জন করে থাকেন তাদের মধ্যে অন্যতম হলেন টেক্সি , উবার ,লিফট এবং আটলান্টিক সিটির জিটনী চালক। দীর্ঘ সময় ঘাম জড়িয়ে রোদ, বৃষ্টি এবং বরফকে উপেক্ষা করে উপার্জনকারী আটলান্টিক সিটির রাইড শেয়ারিং সার্ভিসের সাথে সংশ্লিষ্ঠ ব্যক্তিদের সংগঠন “আটলান্টিক সিটির ট্যাক্সি ক্যাব এসোসিয়েশনে” বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়ে গেল গত ২৬ জুলাই,২০২৩ বুধবার নিউজার্সীর ক্যাপ মে জুয়ের নয়নাভিরাম পার্কে।
শত ব্যস্ততার মাঝে ক্লান্তি দূর করার জন্য এবং পরিবারের সদস্যদেরকে একদিনের জন্য হলেও সময় দেয়ার লক্ষ্যে এসোসিয়েশনের সভাপতি মোঃ আইয়ুব এবং সাধারন সম্পাদক মনিরুজ্জামানের নেতৃত্বে আয়োজিত এই বনভোজনে একত্রিত হয়েছিলেন প্রায় দুই শতাধিক বাংলাদেশী এবং পাকিস্তানী। নিজেরা আনন্দ করার কথা থাকলেও এসোসিয়েশনে সকল সদস্যই ব্যস্ত ছিলেন অতিথী এবং পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সেবায়। সকাল এগারটায় গরুর নলা দিয়ে রুটি নাস্তার মাধ্যমে শুরু হয় সকালের আয়োজন।নাস্তা শেষে ক্যাবিদের ছেলেমেয়ে এবং সহধর্মীনারা চলে যান সাউথজার্সীর অন্যতম বৃহৎ জু ক্যাপ মে জু তে। দুপুর ১টায় শূরু হয় ছেলেমেয়েদের জন্য বিভিন্ন ইভেন্টের পর্ব শাখায়াত হোসেন শিপনের তত্ত্বাবধানে ।
দুপুর ৩টায় পরিবেশন করা হয় নিউইর্য়কের রাধূনী রেষ্টুরেন্টের সুস্বাধূ খাবার। পরিবহনকারী গাড়ি থেকে নামিয়ে সাথে সাথে পরিবেশন করায় অন্যান্য পিকনিকের তুলনায় খাবারের স্বাদ ছিল অনেক ভাল।খাবার পরিবেশনের সাথে সাথে কাজী লিটন ছিলেন সংগীত পরিবেশন নিয়ে ব্যস্ত। বিকেল চারটায় শুরু হয় বয়স্কদের খেলাধূলার পর্ব।
শাখায়াত হোসেন শিপনকে সহযোগিতায় ছিলেন বেলাল হোসেন ভূইয়া, নাদিম শাহ, মো ফারুক, মো: সিদ্দিক ফিরোজ, মোঃ রিয়াদ,মো আইয়ুব, আলী হোসেন ফরিদ,এম ডি মনিরুজ্জামান, মোহাম্মদ জিয়া, সবুর মিয়া, মোঃ বেলাল,মোঃ আমিন,টিটু এবং শাহরিয়ারসহ আরো অনেকে। ৮ পাউন্ড ওজনের বল নিক্ষেপের পর্ব ছিল খুবই আকর্ষনীয়।
সবশেষে অনুষ্ঠিত হয় রেফেল ড্র। পিকনিক সুন্দরভাবে সফল করার জন্য আহ্বায়ক বেলাল হোসেন ভূইয়া, ক্যাব এসোসিয়েশনের প্রেসিডেন্টে মো আইয়ুব, সেক্রেটারী এম ডি মনিরুজ্জামান এসোসিয়েশনের সকল কর্মকর্তাদেরকে এবং অতিথীদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।