আটলান্টিক সংবাদ ডেস্ক: বাংলাদেশ মেলা মানেই হাজার হাজার বাংলাদেশী সমবেত হয়ে বিদেশী এবং যুক্তরাষ্ট্রে জন্মগ্রহনকারী নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা। এই লক্ষ্যে আগামী ৮ আগস্ট ২০২৩ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে বাংলাদেশ মেলা ২০২৩।মেলার আয়োজনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। নিউজার্সীর আটলান্টিক কাউন্টির বিভিন্ন্ সিটির পাশাপাশি প্যানস্যালভেনিয়া, মেরিল্যান্ড, দেলোওয়ার এবং নিউইর্য়ক সিটির প্রচুর প্রবাসী বাংলাদেশী এই মেলায় অংশগ্রহন করবেন বলে জানা যায়। প্রায় শতাধিক নেতা এবং কর্মী এই মেলাকে সফল করার জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
এবারের মেলার আহবায়ক সাঈদ আলম মুকুল, সদস্য সচিব ফরহাদ সিদ্দিক,সার্বিক পরিচালনা প্রধান মিরাজ খাঁন, প্রধান সমন্বয়কারী বিপ্লব দাশ, আপ্যায়ন কমিটি প্রধান রেজাউল ইসলাম খালিদ,প্রধান পৃষ্ঠপোষক হাবিব চৌধুরী, সার্বিক তত্ত্বাবধানের প্রধান সোহাগ করিম, ব্যবস্থাপনা কমিটির প্রধান মোঃ ঈসমাইল, সার্বিক সহযোগিতা কমিটির প্রধান রানা কবির, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা কমিটি প্রধান জয়শ্রী দে এবং সাংস্কৃতিক কমিটি প্রধান জয়ন্ত সিনহা।
মেলার প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশানের চেয়ারম্যান হাজি আবদুল কাদের মিয়া। অতিথী হিসাবে আরও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রীম রাজনীতির প্রায় ২০ জন রাজনীতিবিদ।
ইতিমধ্যে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলসহ মূলধারার রাজনীতিবিদদেরকে আমন্ত্রন জানানোর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মেলার আহবায়ক সাঈদ মুকুল। পোষ্টার, ব্যানার, আমন্ত্রন পত্রের কাজ সম্পন্ন করার জন্য ৭ জনের গ্রুফটি ইতিমধ্যে ৫-৬বার নিউইর্য়ক সিটিতে যেতে হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। প্রতি সপ্তাহে দুইটি সভার মাধ্যমে কাজের অগ্রগতি সকল নেতাকর্মীদেরকে জানানো হচ্ছে বলে জানান সদস্য সচিব ফরহাদ সিদ্দিক।
আগামী ৮ আগস্টের মেলায় প্রবাসীদের আনন্দের যাতে কমতি না হয় সেদিকে লক্ষ্য রেখে বাংলাদেশের প্রথম সারির শিল্পীদের নিয়ে মেলার সংগীত পর্ব সাজানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ শহিদ খান সাধারণ সম্পাদক মোঃ সোহেল ও প্রধান উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ কাউছার এবং ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান কাঞ্চন বল| তারা নিশ্চিত করেছেন যে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী পথিক হাসান,কালা মিয়া এবং প্রবাসী শিল্পী রেশমী মির্জা, সায়েরা রেজা, জয়ন্ত সিনহা ও নিলাদ্র চৌধুরীসহ বহুগুণী শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।মেলায় অর্ধশতাধিক স্টলের বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানান ষ্টল কমিটিটি প্রধান কৃষ্ণ গোপাল চৌধূরী। মেলার স্পন্সর হিসাবে রয়েছে আটলান্টিক সিটির সিআরডিএসহ প্রায় ২০টি প্রতিষ্ঠান।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাঊন্টির এই মেলার রাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরষ্কার |এতে প্রথম পুরস্কার হিসেবে থাকবে স্বর্ণের হার ,কানের দুল,স্বর্ণের ব্রেসলেট ছাড়াও থাকবে একাধিক আকর্ষণীয় পুরস্কার । আটলান্টিক কাউন্ট্রিতে প্রায় ১০,০০০ হাজার বাংলাদেশীর বসবাস |
আটলান্টিক কাউন্টির কর্মকর্তাদের নিয়মতান্ত্রিক ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠন পরিচালনার কারনে এবং আটলান্টিক কাউন্টিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রতিবছর বিনোদনের ব্যবস্থা করে আসছেন বলেই মেলাসহ বিভিন্ন আয়োজনে আটলান্টিক কাউন্টির নেতৃবৃন্দ এলাকার বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা পেয়ে থাকেন।
সংগঠনের সভাপতি মোঃ শহিদ খান, সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমেদ মেলার আহ্বায়ক সাঈদ আলম মুকুল, সদস্য সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী ও সংগঠনের ট্রাষ্টিবোর্ড চেয়ারম্যান কাঞ্চন বল এবং প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউছার জানান এবারের মেলার আয়ের অর্থ কমিউনিটি সেন্টার উন্নয়নের জন্য ব্যয় করা হবে তাই নেতৃবৃন্দ মেলায় নিউজার্সীর সকল প্রবাসী বাংলাদেশীদেরকে অংশগ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন |