আটলান্টিক সংবাদ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (৪ ডিসেম্বর ২০২২) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় পৌঁছে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং বলেন বিএনপির দুইটা গুণ, ভোট চুরি আর মানুষ খুন।
চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনরা ক্যান আছন? বেয়াগুন গম আছন নি? তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের। এতাল্লাই ছাইতাম আস্যি।(আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য আমার প্রাণ কাঁদে। তাই দেখতে এসেছি।)’। প্রধানমন্ত্রীর মুখে চট্রগ্রামের ভাষা শুনে নেতাকর্মীরা আনন্দে করতালি দিতে থাকে।
তিনি বক্তব্যের শুরুতে ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়া আরও চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন ভোট চোরেরা রিজার্ভ চুরি নিয়ে গুজব চড়াচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,‘আমরা রিজার্ভ খরচ করেছি দেশের মানুষের জন্য। জনগণের জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ, করোনা ভ্যাকসিন ও আর্থিক সহায়তা নিশ্চিত করে দিয়েছি। আমরা জনগণের জন্য ভাবি। কারণ আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করি।’
বিএনপি বারবার বোমা ও গ্রেনেড মেরে মানুষ খুন করে আর আওয়ামীলীগ দেশের জনগনের উন্নয়নে কাজ করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে জনগণ শান্তিতে থাকে।
শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে আমরা দেব না। কারণ, ওই জামায়াত-বিএনপি খুনির দল, যুদ্ধাপরাধীর দল, জাতির পিতার হত্যাকারীদের মদদ দানকারীর দল। এমনকি আমাকেও তো বারবার হত্যার চেষ্টা করেছে। কাজেই এরা যেন বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেতে না পারে আর যেন তারা এ দেশে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে চট্রঘ্রামবাসীকে সজাগ থাকার আহবান জানান এবং সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।