আকবর হোসাইন: গত ৫ জুলাই,২০২৩ বুধবার বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যেগে বাংলাদেশ প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানের সাথে নিউজার্সীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মত বিনিময় এবং সংবর্ধনা অনুষ্ঠান।
বাংলাদেশের স্বনামধন্য আবাহানী ক্লাবের প্রাক্তন ম্যানেজার সাবের হোসেন ভূইয়ার সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রেস ক্লাব আটলান্টিক সিটির সভাপতি আকবর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার প্রারম্ভে আটলান্টিক সিটির ক্রিকেট উন্নয়নের অগ্রদূত আটলান্টিক সিটি টাইটেনের ক্যাপ্টেন মীর হেসেন হেভেন, ভাইস ক্যাপ্টেন এবং বাংলাদেশের ওল্ড ডিওএইচএসের প্রাক্তন ক্রিকেটার রাজিব চৌধুরী, মেহেদী শিকদার তানভীর, মুনতাসীর কালাম ম্যানেজার আকবর হোসাইন, এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ শাহীন এবং বিভিন্ন সময়ে আটলান্টিক সিটির ক্রিকেট উন্নয়নের পৃষ্ঠপোষকতার সাথে জড়িত এবিএম দুলাল, সাবের ভূইয়া, সৈয়দ মোঃ কাউসার, শহীদ খান, মোঃ শাহীন, ফরহাদ সিদ্দিকী ,সোহেল আহমেদ, জয়ন্ত সিনহা, সফিকুল ইসলাম খোকন এবং,শাহিন রহমানকে পরিচয় করিয়ে দেয়া হয় অতিথীর সাথে ।
বাংলাদেশের ক্রিকেট লিজেন্ডকে ফুলেল শুভেচ্ছা জানান আটলান্টিক সিটি টাইটেনের ক্যাপ্টেন মীর হেসেন হেভেন, ভাইস ক্যাপ্টেন রাজিব চৌধুরী , মেহেদী শিকদার তানভীর, মুনতাসীর কালাম এবং ফরহাদ সিদ্দিকী।
মতবিনিময় সভায় বাংলাদেশের ক্রিকেট লিজেন্ড বলেন বিদেশের মাটিতে আপনারা সবাই এক একজন শুভেচ্ছা দূত। তিনি বলেন আমার ধারনা ছিল আপনারা শুধু কাজকর্ম এবং পরিবার নিয়ে ব্যস্ত থাকেন কিন্ত আজকের অনুষ্ঠানে আপনাদের কথা শুনে আমার ধারনা ভূল প্রমানিত হয়েছে। সত্যিই আপনারা দেশকে নিয়ে এবং দেশের ক্রিকেটের উন্নয়নে আমাদের মতই ভাবেন। যুক্তরাষ্টের মাটিতে আপনারা যেভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা নিংসন্দেহে প্রশংসার দাবীদার।
তিনি বলেন দেশের ক্রিকেট উন্নয়নে আমাদেরকে অনেক বেশী কাজ করতে হয়েছে। আটলান্টিক সিটিতে ক্রিকেট উন্নয়নে স্থানীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রথম কয়েক বছর এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরপর ধীরে ধীরে ক্রিকেটের উন্নয়নে অবকাঠামো তৈরী হবে। বিদেশের মাটিতে বাংলাদেশীদেরকে যে কোন রকম সহযোগিতা দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তুত বলে তিনি জানান।
স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্যের প্রারম্ভে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল বাংলাদেশের ক্রিকেট লিজেন্ডকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন আপনার মত একজন কিংবদন্তি ক্রিকেটারকে পেয়ে আমরা সাউথজার্সীবাসী খুবই আনন্দিত।তিনি সংক্ষিপ্তভাবে আটলান্টিক সিটিতে খেলাধূলার উন্নয়নে তার সংগঠনের অবদানের কথা তুলে ধরেন। সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা আটলান্টিক সিটির সবগুলো সংগঠনকে একত্রে কাজ করার জন্য অনুরোধ করেন। নিউজার্সী বিএনপি সাউথের সভাপতি সৈয়দ মোঃ কাউছার বাংলাদেশের চট্রগ্রামে বসবাসকালীন সময়ের আকরাম খানের সাথে কিছু স্নৃতির কথা উল্লেখ করেন এবং বলেন আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই খুশী এবং তাকে ডিনারের আমন্ত্রন জানান। বাংলাদেশের স্বনামধন্য আবাহানী ক্লাবের প্রাক্তন ম্যানেজার সাবের ভূইয়া আবাহনী ক্লাবে থাকা অবস্থায় আকরাম খানের সাথে তার সুখকর কিছু স্নৃতির কথা তুলে ধরেন এবং বলেন আকরাম খানের সহযোগিতায় আগামীতে বাংলাদেশের জাতীয় দলের সাথে সম্পৃক্ত আরও অনেক কর্মকর্তা এবং খেলোয়াড় আটলান্টিক সিটিতে আসবেন। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহিদ খান বলেন আপনার মত ক্রিকেট লিজেন্ডের আগমনে আমরা সত্যিই আনন্দিত। আপনার আগমনের মাধ্যমে এই এলাকার দুইটি সামাজিক সংগঠনের মধ্যে দূরত্ব থাকলেও একসাথে বসে আলাপ আলোচনা করার সুযোগ হয়েছে।তিনি বাংলাদেশের ক্রিকেটে তার অবদানের জন্য প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানান।সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান বলেন আপনার মাধ্যমেই সারাবিশ্বে বাংলাদেশ ক্রিকেটের পরিচিতি লাভ করেছে।
আটলান্টিক সিটির ক্রিকেটের অন্যতম পৃষ্ঠপোষক এবিএম দুলাল বলেন আপনারা এখানে আসলে স্থানীয় ক্রিকেটাররা আরও অনেক বেশী উৎসাহিত হবে। এখানকার ক্রিকেটর উন্নয়নে তার কিছু দিক নির্দেশনা প্রদানের অনুরোধ জানান। বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সাধারন সম্পাদক মোঃ শাহীন বলেন আপনি হচ্ছেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ক্রিকেটের অগ্রদূত।তিনি বলেন সংখ্যায় কম হলেও আজকের অনুষ্ঠানে আপনাকে সন্মানিত করার জন্য নিউজার্সীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই ছোট্ট পরিসরে সমবেত হয়েছে। তিনি সাবের ভূইয়া, ফরহাদ সিদ্দিকী, মীর হোসেনকে অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। জালালাবাদ এসোসিয়েশন অব সাউথজার্সীর সাধারন সম্পাদক সাঈদ শহিদ আইসিসি কাপে জেতার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনে প্রবেশের ধার উম্মোচনের জন্য তার অবদানের কথা উল্লেখ করেন।বিশিষ্ট শিক্ষানুরাগী এবং গত স্থানীয় আটলান্টিক সিটির নির্বাচনের কাউন্সিলম্যান পদপ্রার্থী সাঈদ দোহা আকরাম খানকে এবং বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির কর্মকর্তাদেরকে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েবলেন লাল সবুজের পতাকা পৃথিবীর বুকে তুলে ধরার জন্য আপনার অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ আগামীতে আকরাম খান যুক্তরাষ্ট্রে আসলে আটলান্টিক সিটিতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য ফরহাদ সিদ্দিক বলেন আমরা চাইলেই শতাধিক লোকের সমাবেশ করতে পারতাম কিন্তু সময়ের স্বল্পতায় তা করা সম্ভব হয়নি। আটলান্টিক সিটিতে এসে প্রবাসী বাংলাদেশীদেরকে সন্মানিত করার জন্য তিনি আকরাম খানকে বিশেষভাবে ধন্যবাদ।
আটলান্টিক সিটি টাইটেনের ক্যাপ্টেন মীর হেসেন হেভেন জনাব আকরাম হোসেনের মাধমে ভবিষ্যতে আটলান্টিক সিটিতে জাতীয় দলের খোলোয়াড়দের সমন্বয়ে প্রীতি ম্যাচ আয়োজনে সহযোগিতার অনুরোধ জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জয়ন্ত সিনহা ,জামিল চৌধুরী, রাজিব চৌধুরী, মেহেদী শিকদার তানভীর, মুনতাসীর কালাম, সফিকুল ইসলাম খোকন, শাহিন রহমান এবং রওশন উদ্দিন।
উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ কিংবদন্তি ক্রিকেটার আকরাম খানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলা তৈরীর জন্য বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির কর্মকর্তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানান।