1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন

আটলান্টিক সিটিতে জমজমাট বাংলাদেশ মেলা অনুষ্ঠিত।

Mohammed Sahin
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৬৯৬ Views

 

আটলাণ্টিক সিটি থেকে মোঃ শাহীন: বাংলাদেশ মেলা মানেই হাজার হাজার দর্শকের উপস্থিতি, পরিচিতজনদের সাথে কুশলাদি বিনিময় এবং দেশীয় ফুড এবং বাংলাদেশী সংগীত শিল্পীদের মনমাতানো সংগীত পরিবেশনা ।দেশীয় সংস্কৃতিকে প্রবাসী বাংলাদেশী এবং বিদেশীদের কাছে তুলে ধরার প্রত্যেয় নিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে গত ১১ই জুলাই ২০২৩ মঙ্গলবার আটলাণ্টিক সিটির সেণ্ট ক্যাসেল ষ্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্টিত হয়ে গেল বাংলাদেশ মেলা ২০২৩।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর উদ্যোগে আয়োজিত এই মেলায় আটলাণ্টিক সিটিসহ সাউথজার্সির বিভিন্ন সিটিতে বসবাসরত বাংলাদেশীরা উপস্থিত হওয়ায় পুরো  ষ্টেডিয়াম পরিনত হয় এক খণ্ড বাংলাদেশে।এই মেলার মাধ্যমে বাংলাদেশী কৃষ্টি এবং কালচারকে প্রবাসে  বসবাসরত বাংলাদেশী এবং বিদেশীদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছেন বাংলাদেশী নেতৃবৃন্দ।বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর কর্মকর্তাবৃন্দ বেলুন উড়িয়ে মেলা উদ্বোধনের পর শুভেচছা বক্তব্য রাখেন মেলা উদযাপন কমিটির কনভেনার আবু নসর।এরপর  স্হানীয় নেতৃবৃন্দের মধ্যে শুভেচছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সদস্য সচিব মোহাম্মদ রহমান বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর ট্রাষ্টি বোর্ডের সদস্য আবদুর রফিক।

 

বাংলাদেশ মেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মোঃ ফাহাদ সোলায়মান, ,গেষ্ট অব অনার নুরুল আজিম, বিশেষ অতিথী ডঃ মোঃ শাহ আলম খান, ডঃ মেরী দাওদিয়া, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল জুনিয়ার, কাউন্সিলম্যান আনজুম জিয়া.. আটলাণ্টিক সিটির অন্যান্য নেতৃবৃন্দ।মেলা উদযাপনে সার্বিক সহযোগিতা করেন শাহানুর নান্না,মোঃ আমিন, সাখাওয়াত হোসেন,সিরাজ, আবদুর রহিম, বখতিয়ার,শিপন শাখাওয়াত,গিয়াস উদ্দিন পাঠান, মনিরুজ্জামান, সৈয়দ শহীদ, মোঃ আইয়ুব, সবুর মিয়া, শাহজালাল এবং কাজী লিটনসহ অন্যান্য নেতৃবৃন্দ।মেলায় স্হানীয় শিল্পীদের মধ্যে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী।দীর্ঘদিন পর অনুষ্টিত জমজমাট এই অনুষ্টানের  উপস্থাপক ছিলেন খ্যাতিমান উপস্থাপক বুলুবুল। প্রবাসে বসবাসরত শিল্পী রবি চৌধুরী, রিজিয়া পারভীন সংগীতের মাধ্যমে মেলাস্থল জমাতে না পারলেও বিন্দু কনার মনমাতানো পরিবেশনা উপস্থিত দর্শকদেরকে প্রচুর আনন্দ দেয় এবং দর্শকরা নেচে গেয়ে অনুষ্টান উপভোগ করেন। সময় না থাকায় দর্শকদের অনুরোধ সত্ত্বেও বিন্দু কনার আরও সংগীত পরিবেশন সম্ভব হয়নি।  বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয় এবং আইভি লীগে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদেরকেও সন্মানীত করা হয়।অনুষ্ঠানে প্রবাসী  কয়েকজন বীর মুক্তিযোদ্ধাদেরকে সন্মাননা প্রদান করা হয়।

মেলায় আগত খাবার, খেলনা, জুয়েলারী  এবং  কাপড়ের- ষ্টলে ছিল প্রচণ্ড ভীড়।আবহাওয়া ভাল থাকার কারনে উমুক্ত মাঠে বসে বিপুল সংখ্যক বাংলাদেশী মনের আনন্দে অনুষ্টান উপভোগ করলেও সিটির নিয়ম রক্ষার্থে রাত সাড়ে এগারটায় মেলা সমাপ্তি ঘোষনা করেন মেলার আয়োজকরা। সাউথজার্সিতে সুশৃংখল আয়োজনের মাধ্যমে একটি সফল মেলা উপহার দেয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর কর্মকর্তাদেরকে এবং মেলা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

এর আগে মেলর সাফল্য কামনা করেন ভিডিও বার্তা প্রদান করেন আটলান্টিক সিটির মেয়র মারটি স্মল সিনিয়র, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ,কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ।

আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসাইন,আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সেক্রেটারী মোঃ শাহীন প্রবাসে একটি সুন্দর মেলা আয়োজনের জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুলকে বিশেষভাবে ধন্যবাদ জানান ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION