রাত পেরোলেই আসছে জওয়ানের ট্রেলার।সোশ্যাল সাইটে ভক্তদের দারুণ সুখবর দিলেন শাহরুখ খান।
সোমবার সকালেই আসবে অ্যাটলি কুমার পরিচালিত অ্যাকশন এন্টারটেইনমেন্ট ফিল্মের প্রিভিউ।
এই প্রিভিউ যে ছবির ট্রেলার, তা বলার অপেক্ষা রাখে না। জওয়ান-এর ট্রেলার কবে প্রকাশ্যে তারই অপেক্ষায় ছিলেন কিং খানের ভক্তকূল।কয়েকদিন আগেই গুঞ্জন গিয়েছে, ১২ জুলাই টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল সিরিজের নতুন ছবির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে জওয়ান-এর ট্রেলার।
সেইদিনই প্রকাশ্যে আসবে শাহরুখের নতুন ছবির ট্রেলার। যদিও তার আগেই জওয়ান-এর ট্রেলার প্রকাশ্যে আনতে চলেছেন পাঠান বাদশা।
বলিউডের অন্যতম খান সুপারস্টার সোশ্যাল সাইটে জানান, সোমবার সকাল সাড়ে দশটায় ইউটিউব সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসবে জওয়ান-এর প্রিভিউ।
এই প্রথমবার অ্যাটলি কুমারের ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান।নায়িকার চরিত্রে রয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। ভিলেনের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে।
পাশাপাশি জওয়ান-এ অভিনয় করেছেন সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভর, প্রিয়মণিসহ বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির বহু তারকা।
ক্যামিও রোলে নজর কাড়বেন সঞ্জয় দত্ত, বিজয় থালাপতি এবং দীপিকা পাডুকোন। ৭ সেপ্টেম্বর সিনেমাহলে আসছে জওয়ান।তবে আপাতত ছবির ট্রেলারের অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।