1. jmmasud24@gmail.com : ablogin :
  2. abmnewws5@gmail.com : Akbar Hussain : Akbar Hussain
  3. shahinbangla71@gmail.com : Mohammed Shahin : Mohammed Shahin
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

নিউজার্সীতে বসবাসরত প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর পিকনিক অনুষ্ঠানের সফল সমাপ্তি।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৭১৪ Views

আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ৫ জুলাই,২০২৩ বুধবার অনুষ্ঠিত হয়ে গেল নিউজার্সীতে বসবাসরত প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর পিকনিক। বরিশালবাসীর দ্বিতীয়বারের পিকনিক ছিল খুবই উপভোগ্য। নিউজার্সীর লেক লেনেপী পার্কের এই পিকনিকে উপস্থিত হয়েছিলেন প্রায় চার শতাধিক বাংলাদেশী। আতিথীয়তার কোন কমতি ছিলনা এই পিকনিকে। প্রাকৃতিক সৌন্দয্যের লীলাভূমি  লেক লেনেপী পার্কের পিকনিকের আতিথীয়তা শুরু হয় সকাল এগারটায়। নিউজার্সীতে ২০২৩ সালের  এটি দ্বিতীয় পিকনিক হওয়ায় এই পিকনিককে ঘিরে অতিথীদের প্রত্যাশা ছিল অনেক বেশী।আতিথেয়তায় পরিপূর্ন ছিল পিকনিকস্থল।দীর্ঘদিন পর প্রবাসী বরিশালবাসী একে অপরকে কাছে পেয়ে আবেগে প্রবন হয়ে ওঠেন এবং  মেতে ওঠেন সুখ-দুঃখের খোশগল্পে।

গতবারের ন্যায় সমালোচনা এড়ানোর জন্য ব্যানার এবং পোষ্টারে বরিশালবাসীর কোন নেতৃবৃন্দের নাম ব্যবহার করা নাহলেও  নাসির উদ্দিন শিকদারকে প্রধান সমন্বয়ক করে জাহিদুল করিম,মোঃ শাহীন,মোহাম্মদ বাবু, কাজল বাড়ই, এবং আফরোজা মুন্নীর সমন্বয়ে গঠিত পিকনিক কমিটি পিকনিকের সার্বিক কার্যাবলী পরিচালনা করায় পিকনিকের ব্যবস্থাপনা  ছিল খুবই পরিছন্ন এবং গোছালো।

তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন সোলায়মান সেরনিয়াবাদ, শহীদ খান, মোঃ কামাল, হুমায়ূন শিকদার, বাদল, আফরোজা মুন্নী, মাসূম, নাসরিন  মুন্নী, লিপি খান, সামু, নারগিস সেরনিয়াবাদ, চৈতী, অপরাজিতা সরকার,কামরুন নাহার, পপি এবং  সায়েরা বাবু।

সকালের নাস্তা পরিবেশন শেষে শুরু হয় বনভোজনের বিভিন্ন আয়োজনাদি।এইবারের পিকনিকে সকালের নাস্তা এবং খেলাধূলার পুরুষ্কারে ছিল ভিন্নতা।বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় খেলাধূলার।এরই মাঝে পরিবেশিত হয়  দুপুরের খাবার।নিউইয়র্কের স্বনামধন্য সাগর রেষ্টুরেন্টের খাবার পরিবেশনের ফাঁকে ফাঁকে  অনুষ্ঠিত হয়  সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন  বরিশালের সন্তান আফরোজা মুন্নী, শীলা আজিজ এবং জয়ন্ত সিনহা , সোহেল, ও হাসান।সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাজল।পিকনিকে অন্যতম আকর্ষন ছিল  গতবারের ন্যায় এইবারও পূর্বা সরকারের  হাতে লাগে ব্যাথারে গানটির সাথে নাচ । পুরুষদের ফুটবল খেলা ছিল আরেকটি অন্যতম আকর্ষনীয় ইভেন্ট।এক ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ছোট গোল পোষ্টে বল শর্ট ছিল খুবই উপভোগ্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব আটলান্টিক সিটির সভাপতি  আকবর হোসাইন, নিউজার্সী বিএনপি সাউথ সভাপতি সৈয়দ মোঃ কাউছার, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম বাবু, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সম্পাদক সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফরহাদ সিদ্দিক, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন সাধারন সম্পাদক মীর হোসাইন হেভেন, কাউন্সিম্যান আনজুম জিয়া,সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সহ-সভাপতি আহসান হাবিব, সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগ সাধারন সম্পাদক কুতুব উদ্দিন ইমরান, জালালাবাদ সমিতির সভাপতি আমিরুল ইসলাম টফি, , জালালাবাদ সমিতির  সাধারন সম্পাদক শহীদ,  বিশিষ্ঠ ব্যবসায়ী রফিক মজুমদার এবং বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি রানা কবির।

বনভোজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনে পিকনিক কমিটির  ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ঠ সকলকে সম্পৃক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জেলার গন্যমান্য ব্য্যক্তিবর্গকে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে সন্মান প্রদান করা হয়।বরিশালবাসীর পিকনিক বলা হলেও এইবারও এই আয়োজনে উপস্থিত ছিলেন সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022
Developed By : JM IT SOLUTION